নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান গুরুতর অসুস্থ। তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের
করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ )-১ ভর্তি করা হয়েছে।
গত মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর শ্যাওড়াপাড়ায় ছোট মেয়ের বাসায় হঠাৎ অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে তাকে ওই হাসপাতালে আনা হয়। ডাক্তার মো: সোহরাবুজ্জামানের তত্বাবধানে চিকিৎসা চলছে। ডাক্তারের বরাদ দিয়ে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসানের বড় মেয়ে হাসনা হেনা জানান, আব্বা হার্ট এ্যাটাক ও হার্ট ফেইল করেছেন। ২৪ ঘন্টা পার না হলে শারীরিক অবস্থা নিয়ে বলার মতো কিছু নেই। পরিবারের পক্ষ থেকে বর্ষিয়ান এই রাজনীতিবিদের সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া কামনা করেছেন বড় মেয়ে হাসনা হেনা।
জেলা আওয়ামী সভাপতির অসুস্থার খবরে জেলা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, আওয়ামী লীগের সিনিয়র নেতৃত্ববৃন্দ, দলীয় এমপিরা হাসপাতালে ছুটে আসেন।
জেলা আওয়ামী সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদার জানিয়েছেন, জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসানের সুস্থতা কামনায় জেলা ও উপজেলায় রোগ মুক্তি কামনা করে দোয়ার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার জেলা আওয়ামী লীগের এক জরুরি সভা শেষে সাংগঠনিক কাজে অংশ নিতে ঢাকায় আসেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জেলার সভাপতি।