প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৫:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৬:৫২ পি.এম
নীলফামারীর ডিমলায় ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

নীলফামারীর ডিমলায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(২ ডিসেম্বর) বিকেলে খাদ্য গুদামের আয়োজনে সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান।
এ সময় সহকারি কমিশনার(ভুমি)রওশন কবির,কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না,খাদ্য নিয়ন্ত্রক মামুনার রশীদ,খাদ্য পরিদর্শক(ওসিএলএসডি) নবাব,জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, সহকারি উপ-খাদ্য পরিদর্শক শামিম আহসান উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট সুত্র জানান,খাদ্য গুদামের মাধ্যমে কৃষি অফিসের তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে সরাসরি সরকারি মুল্যে ৩৪ টাকা কেজি দরে ২০৮ মেট্রিকটন ধান ও চুক্তিবদ্ধ মিল মালিকদের কাছ থেকে ৫০ টাকা কেজি দরে ৮৬১ মেট্রিকটন চাল ক্রয় করে সংগ্রহ করা হবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)