নিজস্ব প্রতিবেদক:
ঈদে মহাসকের কোন প্রকার ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে পারবে না। ফিটনেসবিহীন যানবাহন মহাসড়কে দেখা গেলেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ইতিমধ্যে প্রায় ২৫ হাজার মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর মহাসড়ক এলাকা পরিদর্শনশেষে সাংবাদিকদের এসব কথা বলেন হাইওয়ে পুলিশ প্রধান মোঃ শাহাবুদ্দিন খান।
তিনি আরো বলেন, মহাসড়কে কোনপ ্রকার যানবাহন ও পশু বহনকারী গাড়ীত চাঁদাবাজি প্রশ্রয় দেয়া হবে না। এছাড়াও ঈদে যাত্রীদের নির্বিঘ্নে ঘরে পৌঁছানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রধান নিয়ে বৈঠক করা হয়েছে। চিহ্নিত করা হয়েছে মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলো। ঈদে যানজট নিরসনে মহাসড়কে পর্যাপ্ত পুলিশ মোতায়ে থাকবে। পাশাপাশি অনিরাপদ যাত্রা বিশেষ করে ট্রাকে ও বাসের ছাদে যাত্রীদের যাতায়াত না করার পরামর্শ দেন তিনি।
এর আগে দুপুরে তিনি ঢাকা-বগুড়া মহাসড়ক পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, হাইওযয়ে পুলিশের উপ মহা পরিদর্শক মোজাম্মেল হোসেন, হাইওয়ে বগুড়া রিজিওনের পুলিশ সুপার আহসান হাবীব, পিবিআই এর পুলিশ সুপার রেজাউল করিম, হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবির, টিআই মনিরুল ইসলম।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)