
রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন এলাকায় সিএনজি অটোরিকশাচালক মো. পাপ্পু শেখকে গুলি করে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের আভিযানিক দল।
গ্রেফতারকৃতরা হলেন—মো. ইউসুফ সরদার ও মো. উজ্জল ওরফে কাঞ্চি।
মঙ্গলবার বেলা ১১টা ১৫ মিনিটে জুরাইনের আলমবাগ এলাকা থেকে ইউসুফ সরদারকে এবং দুপুরে শ্যামপুর থানার জুরাইন রেলগেট এলাকা থেকে উজ্জল ওরফে কাঞ্চিকে গ্রেফতার করা হয়। এর আগে সোমবার সন্ধ্যায় জুরাইনে সন্ত্রাসী হামলায় পাপ্পু শেখকে গুলি করে হত্যা করা হয়।
মঙ্গলবার(০২ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন।
তিনি জানান, সোমবার সন্ধ্যায় পাপ্পু শেখ নিজ বাসা থেকে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। জব্বারের গলিতে পৌঁছালে স্থানীয় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বাপ্পারাজ ওরফে বাপ্পা গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের মুখে তাকে আটকে ফেলে। এ সময় বাপ্পারাজ নিজ হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। এর একটি গুলি পাপ্পুর পুরুষাঙ্গের বাম পাশে লাগে। তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পাপ্পুকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের বাবার অভিযোগে কদমতলী থানায় একটি মামলা রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে র্যাব-১০ দ্রুত অভিযান শুরু করে। তথ্য-প্রযুক্তির সহায়তায় আলমবাগ এলাকা থেকে ইউসুফ সরদার এবং পরে জুরাইন রেলগেট এলাকা থেকে উজ্জল ওরফে কাঞ্চিকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, ইউসুফ সরদারের বিরুদ্ধে মাদক আইনে তিনটি মামলা এবং উজ্জল ওরফে কাঞ্চির বিরুদ্ধে দুটি মাদকের মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)