রাজ:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পাঙ্গাসী ইউনিয়নের ইউপি সদস্য শিপন আলী সেখের বিরুদ্ধে ৬ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে মোকাম-রায়গঞ্জ থানা আমলী আদালত সিরাজগঞ্জে মামলা দায়ের করেছেন গোলাম হোসেন নামে এক ব্যক্তি। তিনি রায়গঞ্জ উপজেলার বৈকন্ঠপুর গ্রামের নুর মোহাম্মাদ এর ছেলে।
মামলা সুত্রে জানা যায়, গত ১২ জুন সোমবার বিকেল ৬টার দিকে গোলাম হোসেন ঢাকা থেকে নিজ বাড়ির উদ্দ্যেশে ফিরছিলেন, তিনি বৈকন্ঠপুর বাজারে পৌঁছেলে আগে থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের মৃত ইমান আলীর ছেলে পাঙ্গাসী ইউনিয়নের ইউপি সদস্য শিপন আলী শেখ (৩৫) সহ হামেদ আলীর ছেলে মনির(৪০), ছুরমান আলীর ছেলে খোকন (৪০), গটু শেখ এর ছেলে জলিল (৪৮), খোকন এর ছেলে রাকিব (২০), নুরনবী তালুকদার এর ছেলে উজ্জল সেখ (২১), গোলাম হোসেন উঠিয়ে নিয়ে যায়। তাকে মারপিট করে দেশীয় অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে ৬ লক্ষ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং ৯ টি সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
গোলাম হোসেন এর মেয়ে জেরিন জানান, আমার বাবাকে আটকে রেখে মারপিটের ঘটনা নিয়ে আমি থানায় গিয়েছিলাম অভিযোগ করতে। থানায় দায়িত্বরত কর্মকতা আমার অভিযোগ না নিয়ে বলেছেন পাঙ্গাসী ইউনিয়নের চেয়ারম্যান স্থানীয় ভাবে বিষয়টি সমাধান করবেন। তখন সেখান থেকে চলে আসি, এক পর্যায়ে ৯৯৯ নাম্বারে পূনরায় কল দিলে পুলিশ আমার বাবাকে উদ্ধার করে।
শিপন আলী সেখ মেম্বার ঘটনা অস্বীকার বলেন, গোলাম হোসেনের নিকট থেকে কোন ধরনের টাকা ছিনিয়ে নেওয়া হয়নি। আমরা তাকে আটকে রেখেছিলাম পুলিশ আসার পর সেখান থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে শিপন আলী সেখের নিকট একটি পক্ষ এসেছিলেন সেই লোকের টাকা তুলে দেওয়ার জন্য গোলামকে চাপ দিয়েছিল। টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা আমার জানা নাই।
বাদীপক্ষের আইনজীবি নাদিম ইবনে মোস্তফা জানান, মোকাম-রায়গঞ্জ থানা আমলী আদালত সিরাজগঞ্জ পি.টি ৭৬/২৩ মামলাটি আমলে নিয়ে বাংলাদেশ পুলিশ ব্যুরে্য অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর নিকট তদন্তের নির্দেশ দেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম বলেন, গোলামের নিকট থেকে ১২ লক্ষ টাকা পাবে এক ব্যক্তি, বিষয়টি নিয়ে চেয়ারম্যান উনাকে ৩বার নোটিশ দিয়েছে মিমাংসার জন্য কিন্তু সেখানে উপস্থিত হয়নি। ঐদিন চায়ের দোকানে গোলাম হোসেনকে জোড় করে নিয়ে যেতে চেয়েছিল শিপন মেম্বার পরে আমরা গিয়ে বলেছি তাকে এভাবে নিতে পারেন না। মামলা হলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করবো।