মোঃশফিকুল ইসলাম, কাজিপুর (সিরাজগঞ্জ)
প্রতিনিধিঃ
গত ১৭ ই মার্চ বঙ্গবন্ধুর জম্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ও গনগ্রন্থাগার অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন জেলা সরকারি গনগ্রন্থাগার,সিরাজগঞ্জ কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে খ গ্রুপে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে কাজিপুর উপজেলার মোহাম্মদ নাসিম চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী মোছাঃ তানিয়া খাতুন এবং মোছাঃ তানজিলা খাতুন। বিষয় টি নিশ্চিত করেছেন অত্র কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ফজলুল হক। গত ১৭ ই জুন জেলা সরকারি গণগ্রন্থাগার সিরাজগঞ্জ আনুষ্ঠানিক ভাবে এই পুরস্কার তুলে দেন। সিরাজগন্জ জেলায় যথাক্রমে ২য় এবং ৩য় স্থান অধিকার করেছে এমন খবরে কলেজ শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনাসহ আনন্দ বিরাজ করছে ।উল্লেখ অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক যোগদানের পর থেকেই হাটি হাটি পা পা করে আলোর পথ দেখতে চলছে।
তার নেতৃত্বে প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্টান টি নারী শিক্ষা বিস্তার ঘটতে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে।এ বিষয়ে অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক বলেন,মান সম্মত শিক্ষা পরিবেশ বজায় রাখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমগুলো ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মানোন্নয়নে কাজ করে যাচ্ছি। আগামী দিনে এ প্রতিষ্ঠানের সুনাম অর্জন করতে চেষ্টা চালিয়ে যাবো।