নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামে ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকবিরোধী আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) বোরহানউদ্দিন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফর রহমান, পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ, ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ মহিদুল ইসলাম, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আব্দুল বারেক প্রমূখ।