শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন

বড়াইগ্রামে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ অভিযান

রিপোর্টারের নাম / ১৮২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে


নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামে গ্রামীণ ব্যাংক বনপাড়া শাখার উদ্যোগে বৃক্ষরোপন সপ্তাহ-২৩ উপলক্ষ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বনপাড়া মৃধাপাড়ায় গ্রামীণ ব্যাংক চত্বরে প্রধান অতিথি হিসাবে পাবনা যোনাল ম্যানেজার আসহাব উদ্দিন আহম্মদ চৌধুরী সদস্যদের হাতে গাছের চারা তুলে দেন। গুরুদাসপুর এরিয়া ম্যানেজার আবু মো: মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে সাবেক ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান, পাবনা যোনের যোনাল অডিট অফিসার আবু জাফর মো: মইনুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর ঈমান আলী ও বনপাড়া শাখা ব্যবস্থাপক বজলুর রশিদ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক রাজাপুর শাখা সূত্রে জানা যায়, পাবনা যোনের আওতায় চলতি সপ্তাহে মোট দুই লাখ ৯৮ হাজার ২৮০ টি বিভিন্ন প্রকার ফলদ ও বনজ গাছের চারা রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে গ্রামীণ ব্যাংক বনপাড়া শাখার সদস্যদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir