শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
পূজা পরিদর্শনে বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন ড. ইউনূস বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে যা জানালেন জ্বালানি উপদেষ্টা দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ! রোপা আমনের পাতায় উঁকি দিচ্ছে স্বপ্ন; খানসামায় পরিচর্যায় ব্যস্ত কৃষক-কৃষাণী সারিয়াকান্দিতে পূজা মন্ডপে শাহাজাদী আলম লিপির আর্থিক সহায়তা প্রদান সারিয়াকান্দিতে বিএনপি নেতা জাকিরের নেতৃত্বে পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান তৃণমূল পর্যায়ে উচ্চ রক্তচাপের ওষুধপ্রাপ্তি কমাবে অসংক্রামক রোগের ঝুঁকি সাংবাদিক কর্মশালায় বক্তারা আপনারা সবাই বাংলাদেশের মালিক- ড. আশিফ নজরুল পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ  হালতি বিলে বজ্রপাতে দুই জনের মৃত্যু,আহত ২

লিবিয়ায় সদ্য বিশ্বজয়ীদের নিয়ে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার সংবর্ধ্বনা ও সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম / ২০২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শুক্রবার, ২৩ জুন, ২০২৩, ১০:১১ অপরাহ্ন

  • স্টাফ রিপোর্টার:

সম্প্রতি লিবিয়ার রাজধানী বানগাজিতে অনুষ্ঠিত ১১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা ২০২৩-এর আসরে বর্তমান বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত কোরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর কর্তৃক নির্বাচিত মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর তত্ত্বাবধানে হিফজুল কোরআন বিভাগে বিশ্বের ৬০টি দেশের ৯০জন প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করা হাফেজ আবু তালহা‌ এবং তাফসির বিভাগে ৬ষ্ট স্থান অধিকার করা হাফেজ মুস্তাফিজুর রহমানকে নিয়ে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ও সাংবাদিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

আজ (২৩ জুন ২০২৩) বিকালে রাজধানীর লালবাগ রোডস্থ ঐতিহাসিক খান মুহাম্মদ মৃধা মসজিদ সংলগ্ন মাদরাসা উম্মুল কুরা লিল উলুমিল কুরআন বাংলাদেশের হল রুমে এ সংবর্ধনা ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি মাওলানা ক্বারী আবু রায়হানের সভাপতিত্বে মহাসচিব শায়েখ ক্বারী সাদ সাইফুল্লাহ মাদানী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন, সাংবাদিক সম্মেলনে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ ক্বারী সাদ সাইফুল্লাহ মাদানী বলেন, বাংলাদেশের হাফেজরা সবসময়ই বর্হিবিশ্বে বাংলাদেশের পতাকা উড্ডীন করেছে। লিবিয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় এ বিজয় প্রমাণ করে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের বিচারকার্য কতটা নিখুঁত ও বিচক্ষণ। আমরা দেশকে কতটা ভালোবাসি তার একটি উজ্জ্বল দৃষ্টান্তও বটে। আমরা চাই সবসময়ই মেধাবীরা ঊঠে আসুক। যাতে দেশ ও জাতি এদের থেকে উপকৃত হতে পারে।

মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী বলেন, আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে, আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার দীর্ঘ পথচলায় আরো একটি অনন্য অর্জন যুক্ত হয়েছে বাংলাদেশের। বর্তমান বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত কুরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে গত ০৩ জুন থেকে ১৭ জুন লিবিয়ার রাজধানী বানগাজিতে অনুষ্ঠিত ১১ তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা ২০২৩ এর আসরে হিফজুল কোরআন বিভাগে বিশ্বের ৬০টি দেশের ৯০জন প্রতিযোগীর সাথে দ্বিতীয় স্থান অধিকার করে হাফেজ আবু তালহা‌ এবং তাফসির বিভাগে ৬ষ্ট স্থান অধিকার করে হাফেজ মুস্তাফিজুর রহমান। উক্ত প্রতিযোগিতায় আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তদারকি করেন সংগঠনের অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা।

এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর সাংগঠনিক সম্পাদক মাওলানা মাসউদুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা সালমান রহমান, অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা,
রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনি জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী, ইকো ছাত্র পরিষদের সভাপতি মাওলানা আরিফুল ইসলাম মাহমুদী, সহ-দপ্তর সম্পাদক উসামা হাফেজ্জী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir