নিজস্ব প্রতিবেদক:
প্রতিবারের মতো এবারও ঈদে বৈশাখী টিভিতে প্রচারিত হচ্ছে হানিফ খান’র হাস্যরসাত্বক ধারাবাহিক নাটক। “ গার্লফ্রেন্ডের ঈদশপিং” নামে ৭ পর্বের এ ধারবাহিকটি ঈদের দিন থেকে প্রতিদিন রাত ১০টায় প্রচারিত হবে।
টিপু আলম মিলনের গল্পে জাকির হোসেন উজ্জল রচিত নাটকটি পরিচালনা করেছেন হানিফ খান। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, সালহা খানম নাদিয়া, ডাঃ এজাজ, সানজিদা মিলা, সাদিয়া তানজিন, তারিক স্বপন, সিলভিয়া, মমিন বাবু, জাহিদুল ইসলাম মিন্টু ও হানিফ খান।
নাটকের পরিচালক হানিফ খান বলেন, স্ত্রী থাকতেও একাধিক গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক রেখে চলা একজন ব্যবসায়ীকে নিয়েই নাটকটির মূল কাহিনী। নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে একজন পুরুষের সাথে গার্লফ্রেন্ড ও স্ত্রীর সম্পর্কের পার্থক্য তুলে ধরা হয়েছে নাটকে। নাটকটির মূল বক্তব্য বান্ধবীরা সব সময় যার যার স্বার্থে চলে, বিপদে পড়লে স্ত্রীই ভরসা।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)