নিজস্ব প্রতিবেদক:
ধর্মীয় ভাবগাম্ভীর্য মধ্য দিয়ে সিরাজগন্জে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃস্টির কারনে মাঠে ঈদের নামাজ আদায় না হওয়া প্রতিটি মসজিদে নামাজ আদায় হয়েছে। জায়গা সংকুলান না হওয়ায় অনেক মসজিদে দুবার করে নামাজ আদায় হয়েছে। প্রধান জামাত সকাল আটটায় শহরের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
জামাতে জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান, সংসদ সদস্য ডা, হাবিবে মিল্লাত মুন্না ক্যাপ্টেন মুনসুর আলীর দৌহিত্র ও মুনসুর আলী ফাউন্ডেশনর চেয়ারম্যান সংসদ সদস্য প্রার্থি শেহেরিন সেলিম রিপন ও পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজীসহ দলীয়, প্রশাসনিক কর্মকর্তাসহ সাধারন মানুষ অংশগ্রহন করে। নামাজ শেষে কোলাকুলি করে হৃদয়ের বন্ধনে আবদ্ধ হোন একে অপরের সাথে। এছাড়াও প্রতিটি উপজেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে ত্যাগের মহিমায় আল্লাহ সন্তুষ্টিতে পশু কোরবানি দেয়া হয়।
মুনসুর ফাউন্ডেশনের চেয়ারম্যান শেহেরিন সেলিম রিপন বলেন, ত্যাগের মহিমায় পৃথিবীতে ঈদ উল আযহা পালিত হচ্ছে। আল্লাহর সন্তুষ্টিতে মানুষ সাধ্যমতো কোরবানি দিচ্ছে। সবাই ভেদাভেদ ভুলে এইদিনে খুশি ভাগাভাগি করে নিচ্ছে। ধনি গরিব ভেদাভেদ ভুলে মুসলিম উম্মাহ সকলেই যেন সকলের আপন হয়ে যায় এইদিনে। এই ভালবাসার বন্ধন যেন সব সময় অটুট থেকে সবাই দেশ ও মানুষের কল্যানে কাজ করেন এমনটাই প্রত্যাশা।