তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
সারাদেশে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশগ্রহন না করলেও সিরাজগঞ্জের তাড়াশে আগামী ১৭জুলাই পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী দাবী করে মেয়র পদে নিবার্চন করছেন শহিদুল ইসলাম নামে এক নেতা। তিনি তাড়াশ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপির সহসভাপতি মুনসুর রহমান বাচ্চু এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানের সহোদর ভাই। শহিদুল ইসলামের দাবী দলের আমার পদ নেই কিন্ত আমি বিএনপির সক্রিয় কর্মী। আমার ভাইরা বিএনপির বড় বড় পদধারী। তাই নির্বাচনে অংশগ্রহন করার কারন হলো বিএনপির লোকজনের ভোট দেয়ার কোন জায়গা নেই। এজন্য আমি বিএনপির প্রার্থী হিসেবে মাঠে রয়েছি।
বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, তাড়াশ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপির সহসভাপতি মুনসুর রহমান বাচ্চু এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানের ভাই শহিদুল ইসলাম তাদের পরিবারের সিদ্ধান্তে মেয়র পদে (নারিকেল গাছ) প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করছেন। এতে বিএনপির কোন নেতা বা কর্মীও সর্মথন নেই। তাদের দাবী দ্রæত শহিদুল ইসলাম ও তার ভাই তাড়াশ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপির সহসভাপতি মুনসুর রহমান বাচ্চু এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে বিএনপির মধ্যে অর্ন্তকলহ সৃষ্টি হবে।
এ বিষয়ে তাড়াশ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপির সহসভাপতি মুনসুর রহমান বাচ্চু এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তারা কোন মন্তব্য করতে রাজি হয়নি।
তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স.ম আফসার আলী জানান, দলীয় সিদ্ধান্ত মেনে তাড়াশ পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির কোনো প্রার্থী নেই, শহিদুল ইসলাম নামের একজন প্রার্থী হয়েছে তার দলে কোন পদ নেই। তার দুই ভাই পদে রয়েছেন। বিষয়টি জেলা বিএনপিকে জানানো হয়েছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, পৌর নির্বাচনে বিএনপির কোন প্রার্থী নেই। যিনি প্রার্থী হয়েছেন তার দুই ভাই বিএনপির বড় পদে রয়েছেন তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নেয়া হবে।