তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬জুলাই) সকালে তাড়াশ উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শায়লা পারভীনের সভাপত্বিতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকার।
এ সময় উপজেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক শারমিন আক্তারের সঞ্চালনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী সহসভাপতি মোক্তার হোসেন মুক্তা, হোসনেআরা পারভীন লাভলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক রজত ঘোষ, শাহিনুর ইসলাম লাবু, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু, যুব ও ক্রীড়া সম্পাদক শাহাদত হোসেন,সহ-প্রচার সম্পাদক মোহাম্মাদ আলী, উপজেলা যুব লীগের সাধারন সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হোসেন আলী রুবেল,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, সাধারন সম্পাদক সবিতা রানী টুনি,যুগ্ম সম্পাদক হোসনেয়ারা নাসরিন দোলনসহ আওয়ামীলীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।