নিজস্ব প্রতিবেদক:
সন্মেলন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সন্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। ।
সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নাজমুল হুদা টিটো’র সভাপতিত্বে বর্ধিথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ভিপি শাহ জালাল মুকুল।
সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম ও দপ্তর সম্পাদক সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কোবাদ হোসেন, সদস্য ইমেলদা হোসেন দীপা, মোঃ নজরুল ইসলাম, মোতালেব হোসেন অপু।
স্থানীয়দের মধ্যে আরো বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা কমিটির সভাপতি মারুফ হোসেন সুনাম, সলঙ্গা থানার সভাপতি ইমরান হাসান লিংকন, উল্লাপাড়া উপজেলার সভাপতি মোবারক হোসেন, চৌহালী উপজেলার সভাপতি রবিউল ইসলাম, এনায়েতপুর থানা আহবায়ক শাহ আলম, বেলকুচি উপজেলার সাধারণ সম্পাদক কামাল হোসেন, তাড়াশ উপজেলার সভাপতি আব্দুল খালেক, কামারখন্দ উপজেলার সাধারণ সম্পাদক সাইফুল বাবু, রায়গঞ্জ উপজেলার সভাপতি মেহেদী হাসান ইলিয়াস, কাজীপুর উপজেলার সাদারণ সম্পাদক আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ পৌর কমিটির সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমূখ।
বর্ধিত সভায় ৯ জুলাই সিরাজগঞ্জ জেলা কমিটির সন্মেলন সফল করার জন্য নেতাকর্মীদের আহবান জানানো হয়।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)