এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় পারিবারিক কলহ ও মায়ের ওপর অভিমান করে আগাছানাশক বিষ পানে হাসিব রহমান (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত যুবক খানসামা ওয়ালটন শো-রুমের স্বত্বাধিকারী ভেড়ভেড়ী ইউনিয়নের সহজপুর গ্রামের এরশাদ আলীর তিন ছেলের মধ্যে বড় ও দিনাজপুর আদর্শ কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
শুক্রবার (০৭ ই জুলাই) দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, বৃহস্পতিবার ( ৬ জুলাই) রাতে হাসিব আগাছানাশক বিষ পান করেন। স্বজনরা বুঝতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (পাকেরহাট) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শুক্রবার (৭ জুলাই) দুপুরে মৃত ঘোষণা করেন।
নিকটাত্মীয় ও পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন ধরেই পারিবারিক কলহ চলছে। গত বৃহস্পতিবার মায়ের বকুনি সহ্য করতে না পেরে অভিমান করে হাসিবের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, মৃত্যুর বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।