নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার পূর্নিমাগাঁতীর ভেংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠের একাংশ পরিত্যাক্ত পুকুর হিসেবে লীজ দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও স্থানীয় প্রভাবশালী মহল।
শনিবার (১৭ জুন) সরজমিনে দেখাযায়, নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অবৈধ ভাবে প্রায় দের বিঘা সরকারি খাসের জমি এলাকার সয়বাড়িয়া গ্রামের শ্রী অরুণ কুমার হালদারের কাছে প্রায় লক্ষাদিক টাকায় লীজ দিয়েছেন পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুস সালাম, স্যাকমো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উল্লাপাড়া ও ভেংড়ী বন্ধু একক সংঘের সভাপতি লুৎফর রহমান (বাবলু), একই সংগঠনের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী ও স্থানীয় প্রভাবশালী মো. আবুল হোসেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয়রা জানান, “আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম মির্জাপুর ভেংড়ী মৌজার জেল নং ১০৭, খতিয়ান নং ১, দাগ নং ১৪৪৯ সরকারি খাস জমি দীর্ঘদিন যাবৎ ভোগদখল করছে। শুধু তাই নয় আব্দুস সালামের বড় ভাই মো. আবুল হোসেন একই মৌজার দাস পাড়ার সম্মুখে দাগ নং ১৩৩০, সরকারি খাস জমি দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে ভোগদখল করছে।”
স্থানীয়রা আরও জানান, “লুৎফর রহমান বাবলু, মোহাম্মদ আলী ও শরিফুল ইসলাম দীর্ঘদিন যাবৎ পেশী শক্তির ভয় দেখিয়ে এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে বিভিন্ন অপকর্ম ও লুটপাট করছে। তাদের বিরুদ্ধে মুখ খুললেই মিথ্যা মামলা মোকদ্দমার ভয় দেখায় এবং স্থানীয় ভাবে শালিসি বৈঠক করে জরিমানা আদায় করে।”
এব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে সাংবাদিকদের সাথে কথা বলবেন না বলে জানিয়েছেন।
সহকারী কমিশনার ভূমি উল্লাপাড়া, মোছা. খাদিজা খাতুন বলেন, “আমার কাছে এধরনের অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যাবস্থা নেয়া হবে।”