শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন

বেলকুচিতে কলেজ অধ্যক্ষকে হুমকী ও কক্ষের তালা ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ

রিপোর্টারের নাম / ১৩৭ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে


নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের বেলকুচির দৌলতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা ভাঙচুর, হুমকী ও তছনছের অভিযোগ উঠেছে সাবেক মন্ত্রী ও কলেজ গভর্নিংবডির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস ও তার অনুসারীদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরের বেলকুচির দৌলতপুর ডিগ্রি কলেজে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কলেজের অধ্যক্ষ মাসুদ রানা। এ ঘটনায় গত ৯ জুলাই বেলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বেলকুচি থানায় লিখিত অভিযোগ ও সংবাদ সম্মেলনে অধ্যক্ষ মাসুদ রানা বলেন, কলেজের গর্ভনিংবডির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস একক সিদ্ধান্তে ২০২২ সালের ১৭ জুলাই আমাকে (অধ্যক্ষ) অব্যাহতি পত্র দেন। পরবর্তীতে এ বিষয়ে আমি আদালতে মামলা দায়ের করি। সর্বশেষ উচ্চ আদালত চলতি বছরের ২ এপ্রিল উভয় পক্ষকে ৬ মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখার জন্য আদেশ প্রদান করেন। উক্ত আদেশের বিরুদ্ধে কলেজ সভাপতি আপিল করেছেন।

আপিল শুনানীর পূর্বেই গত ৯ জুলাই সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস বহিরাগত লোক নিয়ে এসে অধ্যক্ষের কক্ষের তালা ভাঙচুর, গালিগালাজ ও হুমকী প্রদান করেন। এতে কলেজের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমি (অধ্যক্ষ) নিরাপদ বোধ করছি না। সংবাদ সম্মেলনে কলেজ পরিচালনা পর্ষদের সকল সদস্য দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতাফ হোসেন মেম্বর, সাবেক সাধারন সম্পাদক আব্দুল হামিদ মোল্লা, হাজী আবুল কালাম আজাদ, ছুরমান আলী মন্ডল, শাহিন রেজা, হাজী পিয়ার হোসেন, হাজী আমিরুল হক সত্তর, শিক্ষক প্রতিনিধি বাবু দুলাল চন্দ্র চৌধুরী, উম্মে রুমান, মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

এবিষয়ে বেলকুচি দৌলতপুর ডিগ্রি কলেজের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস বলেন, অধ্যক্ষ যে অভিযোগ করেছেন তা মিথ্যা ও ভিত্তিহীন। সে নিজেই অনিয়ম ও দুর্নীতি করেছে। ছাত্র-ছাত্রীদের কাছ থেকে সে অতিরিক্ত টাকা নিয়েছে। এটি বন্ধ করা হয়েছে। তালা ভাংচুর অধ্যক্ষ নিজেই করেছে, তার বিরুদ্ধে দুদকে মামলা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir