শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন

সাংবাদিককে মারপিটের ঘটনায় একজন আটক

রিপোর্টারের নাম / ৩৭১ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে

  • রংপুর প্রতিনিধিঃ

রংপুরের মিঠাপুকুর উপজেলার ‘শালমারা নদীর পাড় কেটে বালু বিক্রি’ শিরোনামে সংবাদ প্রকাশের জেরে দৈনিক মানবকন্ঠের মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি খন্দকার রাকিবুল ইসলামের উপর হামলা চালিয়ে মারপিটকারী শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শরিফুল উপজেলার শালমারা লতিবপুর গ্রামের আব্দুল বারী মিয়ার ছেলে।

মঙ্গলবার (১১ জুলাই) ভোররাতে মিঠাপুকুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শরিফুলকে গ্রেফতার করেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে গত শুক্রবার (৭ জুলাই) উপজেলার শালমারা বাজারে পথরোধ করে প্রকাশ্যে দৈনিক মানব কন্ঠের প্রতিনিধি ও মিঠাপুকুর রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার রাকিবুল ইসলামকে মারপিট করে ভূমিদস্যু শরিফুল ইসলাম। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যান মিঠাপুকুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি- সম্পাদকসহ সকল সদস্যরা। সেখানে ঘটনার সত্যতা পাওয়ার পর বিষয়টি মিঠাপুকুর থানায় জানানো হয়। পুলিশ সেখানে উপস্থিত হয়ে স্থানীয়দের সাথে কথা বলে সংবাদকর্মীকে প্রকাশ্যে মারপিটের সত্যতা পায়। এরমধ্যে সেখান থেকে আত্মগোপন করেন শরিফুল। ঘটনার দিনই নির্যাতনের শিকার খন্দকার রাকিবুল ইসলাম মিঠাপুকুর থানায় শরিফুলকে আসামি করে এজাহার দিলে মামলা রেকর্ড করা হয়। ঘটনার পর অপরাধী শরিফুলের বিচারের দাবিতে ফুপে উঠে স্থানীয় সংবাদকর্মীরা। একের পর এক প্রতিবাদ ও সংবাদ সম্মেলন করে আসামীকে গ্রেফতারের দাবি জানানো হলেও ধরাছোঁয়ার বাইরে ছিল ভূমিদস্যু শরিফুল।

এরপর আজ মঙ্গলবার দুপুর ১২টায় সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে মানববন্ধনের ডাক দেয় সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করলে সম্মিলিত সাংবাদিক সমাজ মানববন্ধন স্থগিত ঘোষণা করেন।

এদিকে পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে পুলিশের ৩টি টিম শরিফুল ইসলামকে গ্রেফতার করতে মাঠে নামে। মঙ্গলবার রাতভর অভিযানে ফোন কলের সুত্র ধরে রংপুর নগরীর মর্ডানমোড় থেকে হুমায়ন কবির নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদে করলে সাবেক ইউপি সদস্য সেকেন্দার আলীর বাড়িতে শরিফুল রয়েছে এমন ক্লু বের হয়। সুত্র ধরে পুলিশ সেকেন্দারের বাড়ি থেকে ভূমিদস্যু শরিফুল ইসলামকে ভোররাত ৪টার দিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় মিঠাপুকুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল হোসাইন সংগ্রাম বলেন, আমাদের সহকর্মীকে প্রকাশ্যে মারপিট করে যে কায়দায় নির্যাতন করা হয়েছে, তা পেশাদার সাংবাদিকদের জন্য আতঙ্কের। পুলিশ অভিযান চালিয়ে অপরাধীকে গ্রেফতার করায় বিচারিক কার্যক্রম নিশ্চিত হয়েছে।

মিঠাপুকুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আমিরুল কবির সুজন বলেন, ঘটনার পর থেকেই সাংবাদিক নির্যাতনের সঠিক বিচার নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসন আন্তরিক ছিলেন। কিন্তু অপরাধী আত্মগোপনে থাকায় সাংবাদিক সমাজ হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। অবশেষে পুলিশের বিশেষ অভিযানে আসামি গ্রেফতার হওয়ায় সাংবাদিক সমাজে স্বস্তি ফিরে এসেছে।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান জানান, অভিযুক্ত শরিফুল ইসলামকে গ্রেফতারে আমাদের চেষ্টার কমতি ছিলোনা। অবশেষে আজ ভোরে একাধিক স্হানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে আমরা সক্ষম হই।

এ বিষয়ে এএসপি ডি-সার্কেল মোঃ আবু হাসান মিয়া জানান, সাংবাদিক নির্যাতনের ঘটনায় মামলা দায়ের হওয়ার পরপরই অপরাধী আত্মগোপনে চলে যায়। মিঠাপুকুর থানা পুলিশ তাকে গ্রেফতার করতে একাধিক স্থানে অভিযান চালিয়ে আসছিলো। অবশেষে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir