রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নবাসীর জন্য এ্যাম্বুলেন্স সার্ভিস সেবা চালু করেছেন ইউপি চেয়ারম্যান মোঃ আবু ফরহাদ পুটু। মঙ্গলবার দুপুরে ফিতা কেটে এ্যাম্বুলেন্স কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রকিবুল হাসান।
রাণীপুকুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেবুল হোসেন ও মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান।
এসময় বক্তব্য দেন, ইউপি সচিব শাহনেওয়াজ হোসেন, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ইউপি সদস্য মো: ফারুক মিয়া প্রমুখ। এছাড়াও, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান, রাণীপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি, অত্র এলাকার বীর মুক্তিযোদ্ধাগণসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
“আমার গ্রাম, আমার শহর” বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে শহরের ন্যায় নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য হোল্ডিং ট্যাক্স, ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিল ও ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অনুদানে ক্রয়কৃত এ্যাম্বুলেন্স দিয়ে এ কার্যক্রমের উদ্যোগ নেন ইউপি চেয়ারম্যান আবু ফরহাদ পুটু। রাণীপুকুর ইউনিয়নের সাধারন মানুষের জন্য এটাই প্রথম ফ্রি এ্যাম্বুলেন্স সেবা চালু হলো।