সিরাজগঞ্জের কাজিপুরে ২০২৩-২০২৪ অর্থবছরে আমন মৌসুমে রোপা আমন ধানের স্বল্প মেয়াদী জাত ( ব্রি ধান ৭১,৭৫,৮৭,৯০ , বিনা ধান ১৭,২২) এর আবাদ উপজেলা ভিত্তিক পরিকল্পনা অনুযায়ী বৃদ্ধির জন্য কৃষকদের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১১/৭/২৩ মঙ্গলবার দুপুরে কাজিপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলার নাটুয়াপাড়া ইউনিয়ন নাটুয়াপাড়া ব্লকের উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলার উপ-পরিচালক বাবুল কুমার সুত্রধর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ,
জেলা প্রশিক্ষণ অফিসার,এ. কে. এম মফিদুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক মোঃ মশকর আলী।স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: শরিফুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইলা রানী দাস, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জনাব দিলীপ চক্রবর্তী সহ অন্যান্য উপ সহকারী কর্মকর্তাবৃন্দ, নাটুয়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান চান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষাণ কৃষাণী।
কাজিপুর উপজেলার সুযোগ্য কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম, ইউপি সদস্য শরিফুল ইসলাম সবুজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, শুভজিদ রায়, অএ ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার শাহাদত হোসেন সহ ইউপি সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ। এর আগে ২০২৩-২০২৪ আমন মৌসুমে রোপা আমন ধানের স্বল্প মেয়াদী জাত ( ব্রি ধান ৭১,৭৫,৮৭,৯০ , বিনা ধান ১৭,২২) এর আবাদ উপজেলা ভিত্তিক পরিকল্পনা অনুযায়ী বৃদ্ধির জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরোক্ত অতিথি বৃন্দ।