শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ

সিরাজগঞ্জে যৌথ অভিযানে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

রিপোর্টারের নাম / ৩৭০ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জে যৌথ অভিযানে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে শহরের এসএস রোডস্থ বিভিন্ন কসমেটিকের দোকান, কাঁচা বাজার ও মাংসের দোকানে অভিযান চালিয়ে জেলা প্রশাসকের সহকারী কমিশনার রিদওয়ান রাফি এ জরিমানা করেন। এসয়ম আরো উপস্থিত ছিলেন, রাজশাহী বিএসটিআই ফিল্ড অফিসার সাখাওয়াত  হোসেন ও উপজেলা মার্কেটিং অফিসার আইয়ুব আলী। 
 
এসময় এস এস রোডস্থ মাসুদ রানার কোয়ালিটি ষ্টোর, সোমা ষ্টোর, ভাই ভাই মুরগীর দোকান সহ বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে বিএসটিআই অনুমোদন  বিহীন পণ্যের জন্য ও অতিরিক্ত দামে মাংস বিক্রয়ের জন্য মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বেশ কিছু দোকানদারকে সতর্ক করা হয়। 
 
যৌথ অভিযানের প্রধান জেলা প্রশাসকের সহকারী কমিশনার রিদওয়ান রাফি বলেন, শহরের বেশ কিছু কসমেটিকের দোকান ঘুরে দেখা যায় সেখানে বিএসটিআই এর অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের কসমেটিক  বিক্রি করছেন দোকানদাররা। যেটা আইনত অপরাধ। এছাড়াও বাজারের বেশকিছু মুরগির দোকান ঘুরে দেখা যায় অতিরিক্ত দামে সেখানে মুরগির বিক্রয় করা হচ্ছে। যে কারণে তাদেরকে জরিমানার আওতায় আনা হয়েছে। তিনি ক্রেতাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন অনুমোদনবিহীন পণ্য কেনা থেকে ক্রেতাদেরকেও  বিরত থাকুন।
 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir