কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
মাত্র চারদিনের ব্যবধানে ফের সিরাজগঞ্জের কাজিপুর মেঘাই স্পার বাঁধে ধ্বস নেমেছে। স্থানীয়রা বলছেন, অবৈধ বালূ উত্তোলনের বাঁধের তীলে যমুনার প্রবল ঘুর্নাবতের সৃষ্টি হওয়ায় এ ধ্বস নেমেছে। ধ্বসে প্রায় ১৫০ মিটার এলাকা বিলীন হয়ে গেছে। এতে আতঙ্কে রয়েছে বাঁধ এলাকার বাসিন্দারা।
স্থানীয়রা জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে যমুনা নদীল পানি বাড়তে শুরু করেছে। এতে ভাঙ্গনের কবলে পড়েছে সিরাজগঞ্জের যমুনা তীরের বিভিন্ন পয়েন্টে। বুধবার রাতে কাজিপুর উপজেলার মেঘাই ১নং সলিড স্পারের উত্তর-পশ্চিম অংশে নদী রক্ষা বাঁধে নদীর প্রবল ঘুর্নাবর্তের কারনে ধ্বস নামতে শুরু করেছে। মুহুর্তে বাধের ১৫০ মিটার এলাকা ধ্বসে যায়। এতে ঝুকির মধ্যে পড়েছে কাজিপুর থানাসহ ওই এলাকার বহু স্থাপনা।
তবে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার জানান, যমুনার ঘুর্নাবর্তের কারনে ২০০৩-০৪ অর্থ বছরে নির্মিত বাঁধটিতে রাতে ধ্বস নেমেছে। সংবাদ পেয়ে সকালে গিয়ে জিওব্যাগ ফেলে ভাঙ্গন নিয়ন্ত্রণ করা হয়েছে।