সলঙ্গা ( সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যায় হাটিকুমরুল ইউনিয়নের আলোকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলেন, আলোকদিয়া মধ্যপাড়া গ্রামের মো. শামীম হোসেনের ছেলে আবু হুরায়রা (৭) ও আলোকদিয়া দক্ষিণ পাড়া এলাকার মো. আবুল হাশেমের ছেলে সিয়াম (৬)। মৃত শিশুরা একে অপরের চাচাতো ভাই।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে আলোকদিয়া চড়ে পানির মধ্যে খেলতে যায় ওই দুই শিশু। খেলতে খেলতে তারা সকলের অজান্তে পানিতে ডুবে যায়। সন্ধ্যার পর তাদের বাবা-মা খুঁজতে বেরিয়ে আলোকদিয়া চড়ের মধ্যে শিশু দুটির মরদেহ দেখতে পান।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল জক জানান, আমরা বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।