নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৪ জুলাই) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যেমে এতথ্য নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রওশন আলী।
আটককৃতরা হলো, জেলার বেলকুচি উপজেলার মবুপুর গ্রামের মৃত সদের উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৬০), গাইবান্ধা জেলার উজান বোচাগাড়ী গ্রামের আজিজার রহমান ভোলার ছেলে মো. মঞ্জু মিয়া (৪৪)।
প্রেসবিজ্ঞপ্তিতে জানান, সদর উপজেলার সয়দাবাদ এলাকার মুলিবাড়ীতে বৃহস্পতিবার রাতে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ও আসামীদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।