নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের বেলকুচিতে কৃষকলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।
বেলকুচি উপজেলা কৃষকলীগের সভাপতি মোতাহার সরকার সভাপতিত্ব করেন।
এসময় বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, কৃষকলীগের সহসভাপতি আবু বক্কার,যুগ্ম-সাধারণ সম্পাদক মজিবর রহমান ও সাংগঠনিক সম্পাদক বকুল মিয়া, আওয়ামীলীগ নেতা ছানোয়ার হোসেন, আলমাসুর রহমান, কেরামত আলী সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।