শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

ফেসবুকে অশ্লীল ছবি পোস্ট, পুলিশের দ্বারস্থ অভিনেত্রী

রিপোর্টারের নাম / ৩৬৩ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে

বিনোদন ডেস্ক:
ফেসবুক আইডি থেকে একের পর এক অশ্লীল ছবি পোস্ট হতে থাকে কলকাতার অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীর। ভক্তরা অবাক হয়ে যান। ঘটনা কী? জানা গেল, অন্য খবর। ফেসবুকে ভুয়া প্রোফাইল খুলে একের পর এক এসব ছবি পোস্ট করা হতে থাকে।

অনিন্দিতা রায়চৌধুরী মুহূর্তে অভিনয় করছেন ‘এক্কা দোক্কা’ সিরিয়ালে। ইনস্টা গ্রামে পোস্ট করে ভয়ের কথা জানালেন অভিনেত্রী। অনিন্দিতা বলছেন, আমি সত্যিই চিন্তিত। অনেকের কাছে উল্টোপাল্টা মেসেজ যাচ্ছে। নোংরা ভাষায় বিভিন্ন কথা লেখা হচ্ছে। আবার অনেককে লেখা হয়েছে যে, রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত। টাকা দিলে অভিনয়ে সুযোগ করে দেওয়া হবে। আর এই বিষয়টা কানে আসা মাত্রই আরও ভয় পেয়েছি।
তিনি বলেন, সাইবার সেলে অভিযোগ লিখিয়েও কোনও লাভ হচ্ছে না। তাই থানার দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী, জানিয়েছেন লিখিত অভিযোগও। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেই এ সব সমস্যা রীতিমতো কাবু করেছে অনিন্দিতাকে। কিছু দিন আগে অভিনেত্রী পল্লবী শর্মাও এরকম একটি অভিযোগ জানিয়েছিলেন। তার ফেসবুকে একাধিক ছবি পোস্ট হয়েছিল। তবে তিনি অভিযোগ জানিয়েও কোনও লাভ পাননি।

অনিন্দিতাও খুঁজছেন এই একই সমস্যার সমাধান। তাই পুলিশের দ্বারস্থ হয়েছেন। খুব শিগগিরই ওয়েবসিরিজে অভিষেক করতে চলেছেন অনিন্দিতা। কয়েকদিন আগেই অসুস্থ হয়েছিলেন তিনি, পায়ে কাঁচ ফোটায় অস্ত্রোপচার হয় তাঁর, সুস্থ হতেই কাজে ফেরেন। সূত্র : এই সময় ও ইন্ডিয়ান এক্সপ্রেস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir