নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়ন শাখার ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রোকনুজ্জামান রনি উপর হামলা চালালেন তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীরা। এমন অভিযোগ পাওয়া গেছে ১নং তালম ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান মো আব্দুল খালেকের বিরুদ্ধে।
তার নেতৃত্বে তালম ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো রোকনুজ্জামান রনি উপর হামলা চালানোর একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেকসহ ১০-১২ জন এর মধ্যে চেয়ারম্যান আব্দুল খালেক, সেলিম রেজা, মো রবিউল, মো চেয়ারম্যানের ছোট ভাই মো তালেব, মো ফজলু, মো মজনু, চেয়ারম্যানের ভাগ্নে আতিকসহ মিলে মো রোকনুজ্জামান রনিকে মারধর করছে।
স্থানীয়রা জানিয়েছেন, বুধবার (১২ জুলাই) দুপুর ১২ টার সময় রানীরহাট বাজারে শ্রী পলাশ চন্দ্র শীলের সেলুনের ভেতর বসে থাকা অবস্থায় এ হামলার শিকার হন।
এদিকে ছাত্রলীগের সহ-সভাপতি মারধরের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে
সাধারণ মানুষ চেয়ারম্যান আব্দুল খালেকের ও তার পালিত বাহিনীর শাস্তির দাবিতে প্রতিবাদে ফেটে পড়ে।
এ বিষয়ে মারধরের শিকার তালম ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো রোকনুজ্জামান রনি বলেন, তালম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল খালেক ও তার সহযোগী সন্ত্রাসী বাহিনী
বুধবার দুপুর ১২ টায় সময় রানীরহাট বাজারে শ্রী পলাশ চন্দ্র শীলের সেলুনের ভেতর বসে থাকা অবস্থায় আমাকে হত্যার উদ্দেশ্যে
চেয়ারম্যান খালেকের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনীর হাতে বেধরক মারধরের শিকার হই। হামলাকারীদের যথাযথ বিচার চাই। এমন ঘটনায় সপরিপারে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি ও আমার পরিবারের সদস্যদের নিরাপত্তা চাই।
এ বিষয়ে অভিযুক্ত তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আব্দুল খালেকের সাথে ফোনে যোগাযোগ করতে চাইলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
তাড়াশ থানার (ওসি) মো শহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।