সলঙ্গা ( সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জে বিজয় কুমার সুত্রধর (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিজয় কুমার জেলার সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা সুত্তারপাড়া গ্রামের বিশ্বনাথ সুত্রধরের ছেলে। সে সুত্তারপাড়া গ্রামের ভিতরে একটি মনোহারী দোকান ব্যবসায়ী।
শনিবার (১৫ জুলাই) বেলা ১২টার দিকে বিজয়ের চাচা বিষ্ণু সূত্রধর জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে দোকানে ঘুমিয়ে পড়ে। পরে আজ সকালে দোকানের বাহির থেকে ডাকাডাকি করিলে ভিতর থেকে কোন শব্দ না পাওয়ায় আশেপাশের লোকজন এসে দোকানের ধাপার খুলে দেখতে পান দোকানের ভিতরে গলায় বিদ্যুতের তার দিয়ে ঝুলিয়ে রয়েছে। তিনি আরো বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। কেউ বিজয়কে হত্যা করে বিদ্যুতের তার গলায় পেছিয়ে ঝুলিয়ে রেখেছে।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চত করেছেন। তিনি জানান, শনিবার সকাল ১০টার দিকে দোকানের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, বিজয় তার নিজ দোকান ঘরের আড়ার সাথে বিদ্যুতের তার দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।