শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন

কাজিপুরের মেঘাই উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯০ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ২১০ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে

  • মো.শফিকুল ইসলাম, কাজিপুর প্রতিনিধি: 

” শিকড়ের সন্ধানে-ভ্রাতৃত্বের বন্ধনে, মিলে মিশে আছি- হৃদয়ের টানে।” এই শ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-১৯৯০ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ জুলাই) বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় ৩৩ বছর পরে নানা কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষকসহ ৯০ ব্যাচের অধিকাংশ সদস্যদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজিপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব। এতে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক লুৎফর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদ চান, সিনিয়র শিক্ষক সাবেক এমপি শফিকুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী শিক্ষক টি এম আতিকুর রহমান নান্নু, বর্তমান প্রধান শিক্ষক আব্দুল বাকী, কৃতি শিক্ষার্থী এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী ফিরোজ তালুকদার, জেলা মৎস্য অফিসার  খালেকুজ্জামান বিপ্লব, সহকারি শিক্ষক আজিজুর রহমান প্রমুখ।

টিপিএন২৪/ হৃদয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir