সাইদুল ইসলাম আবির,রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীসহ ২জন নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বগুড়া চান্দাইকোনা বাসস্ট্যান্ডের সোস্যাল ইসলামি ব্যাংক সংলগ্ন এলাকায় ঢাকা গামী গরু বোঝায় অবস্থায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বগুড়া জেলার ধুনুট উপজেলার শ্যামগাতি এলাকার জহির রায়হানের মেয়ে কলেজ পড়ুয়া শিক্ষার্থী ফাতেমা খাতুন জিম (১৮) ও একই এলাকার জাকির হোসেনের স্ত্রী খাদিজা বেগম (২৫)।
রায়গঞ্জ ফায়ার সার্ভিস এর টিম লিডার মোস্তাফিজুর রহমান জানান, শনিবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ডের সোস্যাল ইসলামি ব্যাংক সংলগ্ন থেকে নাম্বার বিহীন মটরসাইকেল যোগে রাস্তা পার হওয়ার সময় ঢাকা গামী গরু বোঝায় অবস্থায় একটি ট্রাকের সংঘর্ষে ঘটনা স্থলেই খাদিজা বেগম (২৫) মারা যান। মটরসাইকেলে থাকা কলেজ শিক্ষার্থী ফাতেমা খাতুন জিম (১৮) ট্রাকের সাথে ঝুলন্ত অবস্থায় উপজেলার ধানগড়া এলাকায় পৌছালে সাধারণ জনতা মৃত ব্যক্তিসহ ট্রাকটিকে আটক করে। এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃত ট্রাকটি হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম চলছে।
উল্লেখ: জনগুরুত্বপূর্ণ এই স্থানে আন্ডার পাস ও ফুট অভার ব্রিজের দাবি নিয়ে একাধিকবার মানববন্ধন ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।