আব্দুর রাজ্জাক বাবু, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সুতার নলি মেশিনের সুইচ দিতে গিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছিয়া খাতুন (৩৮) নামের এক মহিলা শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (১৬ জুলাই) সকাল এগারোটার সময় বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া দক্ষিণ পাড়া আবদীন মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আছিয়া উপজেলার দৌলতপুর গ্রামের এরশাদ আলীর স্ত্রী। একাধিক স্থানীয় সুত্রে জানা যায় আছিয়া দীর্ঘদিন যাবত ধুকুরিয়া বেড়া গ্রামের আবদীন মোল্লার বাড়িতে সুতার নলির মেশীনের শ্রমিক হিসেবে কাজ করে আসছিল। প্রতিদিনের মত আজও কাজে এসে মেশিনের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তাকে স্থানীয়রা উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ খায়রুল বাশার জানান, সুতা তোলার মেশিনের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আছিয়া খাতুন নামের এক মহিলা শ্রমিকে মৃত্যু খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এবিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।