রংপুরের মিঠাপুকুরে বিয়ের দাবিতে সদ্য এসএসসি পরীক্ষা দেয়া এক শিক্ষার্থীর বাড়িতে অনশন করছেন সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী। ঐ ছাত্রীর দাবি, এক বছর ধরে একই বিদ্যালয়ে পড়ুয়া ঐ ছাত্রের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছিল। এসএসসি পরীক্ষা শেষ হলে ঐ ছাত্রীকে বিয়ে করবেন বলে প্রতিশ্রুতি দেন অভিযুক্ত প্রেমিক।
রবিবার (১৬- জুলাই) মিঠাপুকুর উপজেলার ০২ নং রানীপুকুর ইউনিয়নের বলদিপুকুর আজিত পাড়া গ্রামের মোঃ ফখরুল ইসলামের নাবালিকা কন্যা বলদিপুকুর শাহ আবুল কাসেম দ্বী-মূখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী একই ইউনিয়নের পাশ্ববর্তী বলদিপুকুর দক্ষিণ পাড়া গ্রামের লালু মিয়ার পুত্র সদ্য এসএসসি পরীক্ষা দেয়া মোঃ নাহিদ হাসানের সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের দাবিতে তার প্রেমিক নাহিদের বাড়িতে অনশন শুরু করেন।
ঐ ছাত্রীর দাবি, প্রায় এক বছর আগে নাহিদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্কের সুবাদে ঐ ছাত্রীকে অভিযুক্ত নাহিদ বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরে বেড়ায়। তার প্রেমিক নাহিদ জানিয়েছিল এসএসসি পরীক্ষা শেষে নাহিদ তাকে বিয়ে করবে। কিন্তু এসএসসি পরীক্ষার পর নাহিদ তার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেয়৷ ঐ ছাত্রীর মা বিষয়টি জানলে আজ সে নাহিদের বাড়িতে চলে এসেছে।
অভিযুক্ত নাহিদের বাবা লালু মিয়ার দাবি, নাহিদ বাড়িতে নেই। কিভাবে এত ছোট মেয়ে তাদের বাড়িতে বিয়ের দাবিতে এসেছে তা তিনি বুঝতে পারছেন না। ছেলে মেয়ে উভয়ের বয়স কম, মেয়ের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন বলে তিনি জানান।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান জানান, বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এ রিপোর্ট লেখা অবধি ঐ নাবালিকা ছাত্রী প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)