সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধান উপদেষ্টা নিয়ে বিতর্কিত পোস্ট, ওএসডি নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিক নির্যাতন বন্ধ হয় না, হবেও না… নওগাঁয় পৈত্রিক সম্পত্তি হাতিয়ে নিতে স্বাক্ষর জাল, দুদকে অভিযোগ সারিয়াকান্দিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত  সিরাজগঞ্জের কাজিপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুরু   কাজিপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  কাজিপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গুণী শিক্ষকদের সন্মাননা প্রদান খানসামায় বিশ্ব শিক্ষক দিবস পালন চারঘাটে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত সিরাজগঞ্জে তিন হত্যা মামলার আসামি মুছা কক্সবাজারে র‍্যাবের হাতে গ্রেপ্তার

জেলা ভিত্তিক শ্রেষ্ঠ হাসপাতাল কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্স

রিপোর্টারের নাম / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে

  • কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

দৈনন্দিন স্বাস্থ্যসেবা, কমিউনিটি ক্লিনিক, করোনা প্রতিশোধক টিকা প্রদানসহ সামগ্রিক কাজের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠ স্বাস্থ্য প্রতিষ্ঠান -২০২২ হিসেবে স্বীকৃতি পেলো কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সন্মাননা স্মারক হাতে পেয়ে নিশ্চিত করেছেন কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল।

১৮ জুলাই সিরাজগঞ্জ জেলায় স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভায় জেলার শ্রেষ্ঠ স্বাস্থ্য প্রতিষ্ঠান স্বীকৃতি স্বরূপ সন্মাননা স্মারক তুলে দেন সিভিল সার্জন সিরাজগঞ্জ ডাঃ রামপদ রায় । এছাড়াও বিভিন্ন ক্যাটাগেরিতে নয় টি পুরস্কার অর্জন করেছে এই প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিথি হিসেবে সাবেক সিভিল সার্জন সিরাজগঞ্জ ডাঃ মিজানুর রহমান, সাবেক সিভিল সার্জন ডাঃ লুৎফর রহমান, ডাঃ নুরুল ইসলাম, সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রতন কুমার রায়,ডিপুটি সিভিল সার্জন ডাঃ আঃফঃ মঃ ওবায়দুল ইসলামসহ জেলার প্রতিটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের চিকিৎসা ও ওষুধ নিশ্চিতকরণ, নরমাল ডেলিভারি ও সিজারিয়ান বিভাগ চালু করেন তিনি। সরকারি নির্দেশনা মোতাবেক শতভাগ করোনা টিকা প্রদানের লক্ষ্যে আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। কমিউনিটি ক্লিনিকগুলোতে জবাবদিহিতার সঙ্গে সেবাগ্রহীতাদের স্বাস্থ্যসেবা প্রদান করছেন স্বাস্থ্যকর্মীরা। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরীণ পরিস্কার পরিচ্ছন্নতা, মা ও শিশু ওয়ার্ড চালু, কিশোর কিশোরী কর্নারসহ বিভিন্ন সেবা কার্যক্রম চালু করা হয়েছে।

সার্বিক বিষয়ে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় স্বাস্থ্য কমপ্লেক্সের সব কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানান তিনি ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার, কনসাল্টেন্ট, নার্স, স্যাকমো, মিডওয়াইফ, ফার্মাসিস্ট, অন্যান্য অফিস স্টাফ এবং পরিচ্ছন্নতাকর্মীসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের যৌথ প্রচেষ্টার ফসল এই অর্জন।

তিনি সবসময় সকল কাজে সহযোগিতা করার জন্য স্থানীয় সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় এম পি স্যার,উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,সাংবাদিক বৃন্দ সহ সকল কার্যক্রম এ সাহায্য করার জন্য কাজিপুরের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

 

স্বাস্থ্যসেবার মান আরো বৃদ্ধি করতে সবার সহযোগিতা কামনা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। হাসপাতালের চিকিৎসা সেবা, রোগীর সংখ্যা, অপারেশন, নরমাল ডেলিভারি, প্যাথলজি পরীক্ষা ও সিজারিয়ান অপারেশন পরিস্কার পরিছন্নতা বিভিন্ন ধরনের সেবায় এগিয়ে যাওয়ার জন্য এ স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে।এমন কৃত্বিত্বে অত্র হাসপাতালের ডাক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঝে দেখা দিয়েছে উল্লাস ও উদ্দীপনা।
জেলার শ্রেষ্ঠ স্বাস্থ্য প্রতিষ্ঠান স্বীকৃতি পাওয়ায় অনুভূতি ব্যক্ত করে কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল বলেন, এ অর্জন আমার একার নয়।এ অর্জন অত্র প্রতিষ্ঠানের সকলের।

যে কোনো পুরস্কার ও স্বীকৃতি কর্মস্পৃহা ও উদ্দীপনা বৃদ্ধি করে। এ স্বীকৃতি পেয়ে আমি খুব আনন্দিত।আমি একজন সরকারি কর্মচারি হিসেবে আমার টিম কে নিয়ে দেশ ও জাতির কল্যাণে মানুষের সেবায় বিলিয়ে দিতে চাই। আমি আমার সর্বোচ্চ মেধা, বুদ্ধি, যোগ্যতা ও দক্ষতা দিয়ে মানুষের সেবায় হাসপাতালে চিকিৎসা সেবার মান উন্নয়ন করার চেষ্টা চালিয়ে যাবো।স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে আমি সব সময়ই ইতিবাচক ছিলাম।তবে এমন অর্জন আমাকে আরও অনুপ্রেরণা দিবে।

শফিকুল/ আরএইচএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir