শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০১:২০ অপরাহ্ন

নাটোর আধুনিক সদর হাসপাতালের ভিতরে ২ পক্ষের সংঘর্ষে আনসার সদস্যসহ আহত ৫

রিপোর্টারের নাম / ১১২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে

নাটোর প্রতিনিধি:
নাটোর আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের সামনে দু-পক্ষের সংঘর্ষে এক আনসার সদস্যসহ ৫ জন আহত হয়েছেন। এসময় আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মঙ্গলবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতাল এলাকায় দু-পক্ষের সঙ্গে এ সংঘর্ষ হয়।


নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর থানার পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতে পূর্ব বিরোধের জেরে হাসপাতাল এলাকায় শহরের কান্দিভিটুয়া এলাকার জীবন গ্রুপের সঙ্গে হাসপাতাল বস্তির আল আমিন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে এক গ্রুপের মোমিন (৩৬), আল আমিন (২৪),হাসান (৩২) ও হাবিব (২৯)সহ ৪ জন আহত হন। সংঘর্ষ ঠেকাতে গিয়ে হাসপাতালের দায়িত্বে থাকা আনসার সদস্য বদর উদ্দিন আহত হন। সংঘর্ষে মোমিন, আল আমিন ও হাবিবের অবস্থা অবনতি হলে রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সামিউল ইসলাম শান্ত জানান,হাসপাতালে ঢুকে সংঘর্ষ ঘটনাটি খুবিই দুঃখজনক। আমরা এ ব্যাপারে স্বাস্থ্যবিভাগের উধ্বর্তনদের জানিয়েছি। তারা নিরাপত্তা জোরদারে ব্যবস্থা নেবে।

ওসি নাছিম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ তৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ অভিযানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir