নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ প্রেসক্লাবের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার, অবিলম্বে প্রেসক্লাবের নির্বাচনের ব্যবস্থা করা ও তিন অপসাংবাদিককে চাকরিচ্যুতির দাবীতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় প্রেসক্লাবে এসে শেষ হয়।
মিছিলপূর্ব এক সমাবেশে বক্তারা বলেন, একটি দুষ্টচক্র যারা প্রেসক্লাবের নির্বাচন বন্ধ করতে দুই দফায় মামলা দায়ের করেছে। তারা সাংবাদিক নামের কলঙ্ক, তাদের ধিক্কার জানাই। দৈনিক যুগান্তরের মতো প্রতিষ্ঠানে জেহাদুল ইসলামের মতো চাঁদাবাজ আরটিভির মতো জনপ্রিয় টেলিভিশনে ইউসুফে দেওয়ান রাজুর মত চাঁদাবাজ এবং জাগোনিউজের মতো প্রতিষ্ঠিত অনলাইন মিডিয়া থেকে আব্দুল মালেকের মতো শিবিরকর্মীর চাকরিচ্যুতির দাবী জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, আজকে সিরাজগঞ্জের সমস্ত সাংবাদিকরা এক হয়েছে। যে তিন সাংবাদিক আমাদের প্রেসক্লাবের নির্বাচনকে ভন্ডুল করার জন্য দুইবার মামলা দায়ের করেছে, তাদের কোনদিন প্রেসক্লাবে স্থান হবে না। ওই তিন সাংবাদিককে সিরাজগঞ্জের সাংবাদিক সমাজ থেকে অবাঞ্চিত ঘোষণা করেন বক্তারা।
প্রেসক্লাবের আহবায়ক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও কালের কন্ঠ এবং বিডিনিউজের জেলা প্রতিনিধি ইসরাইল হোসেন বাবুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ভোরের কাগজের স্টাফ রিপোর্টার হেলাল উদ্দিন, সাবেক সভাপতি ও বাংলাভিশনের স্টাফ রিপোর্টার হারুন-অর-রশিদ খান হাসান, আহবায়ক কমিটির সদস্য ও জনকন্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও আলোকিত বাংলাদেশের স্টাফ রিপোর্টার এস এম তফিজ উদ্দিন, বাসসের প্রতিনিধি শহিদুল ইসলাম ফিলিপস এবং স্থানীয় দৈনিক দোলনচাঁপার সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফজল-এ-খোদা লিটন। এ সময় উপস্থিত ছিলেন ইউএনবির জেলা প্রতিনিধি এস এম মাসুদ রানা, চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র স্টাফ রিপোর্টার হীরক গুণ, ভোরের ডাকের স্টাফ রিপোর্টার মৌলভী নজরুল ইসলাম, প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য ও দৈনিক সিরাজগঞ্জ বার্তার সম্পাদক আব্দুল হামিদ খান হীরা, প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা গাজী এস এইচ ফিরোজী, বীর মুক্তিযোদ্ধা মান্না রায়হান, দৈনিক যমুনা প্রবাহর নির্বাহী সম্পাদক আব্দুল মজিদ সরকার, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি নুরুল ইসলাম রইসী, নিউ নেশনের স্টাফ রিপোর্টার সেলিম রেজা, দৈনিক সিরাজগঞ্জ কন্ঠের সম্পাদক শফিক মোহাম্মদ রুমন, দৈনিক আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, জিটিভির প্রতিনিধি আমিনুল ইসলাম, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জল, বাংলাদেশ প্রতিদিনের আব্দুস সামাদ সায়েম, কালবেলা ও বাংলানিউজের প্রতিনিধি স্বপন চন্দ্র দাস, দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার নজরুল ইসলাম, দৈনিক নবরাজের জেলা প্রতিনিধি মোস্তাক আহমেদ নওশাদ, প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, বার্তা সংস্থা পিপ এর জেলা প্রতিনিধি জাকারিয়া হোসেন টুটুল, দৈনিক যুগের কথা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আহসান হাবীব মুন্না, এসএ টিভির জেলা প্রতিনিধি রহমত আলী, এখন টিভির রিফাত রহমান, বিজয় টিভির জেলা প্রতিনিধি রোমান আহম্মেদ, বৈশাখী টিভির প্রতিনিধি সুজিত সরকার, ডিবিসির খালিদ হৃদয়, দেশ টিভির জেলা প্রতিনিধি সায়েম উদ্দিন, বাংলাদেশ টু-ডের জেলা প্রতিনিধি বদরুল আলম দুলাল মানবজমিনের জেলা প্রতিনিধি সুজন সরকার, গণমানুষের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি সুমন কবির, দৈনিক অধিকারের জেলা প্রতিনিধি সোহেল রানা, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, আনন্দ টিভির জেলা প্রতিনিধি হুমায়ুন কবির সোহেল, এশিয়ান টিভির কাজিপুর প্রতিনিধি রাব্বি হাসান হৃদয়।
এছাড়াও আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কে এম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও মাইটিভির জেলা প্রতিনিধি মোনায়েম খান, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি টি এম কামাল, সহ-সভাপতি ও খোলা কাগজের কাজিপুর প্রতিনিধি আব্দুস সোবহান, ভোরের কাগজের কাজিপুর প্রতিনিধি শফিকুল ইসলাম, সিরাজগঞ্জ বার্তার কাজিপুর প্রতিনিধি কোরবান আলী এবং জহুরুল ইসলাম, মানবকন্ঠের সলঙ্গা প্রতিনিধি আব্দুল মতিন, নিউজ২৪ এর সাংবাদিক আলমগীর হোসেন এবং ভোরের পাতার সলঙ্গা প্রতিনিধি রুবেল সরকার।