অনলাইন ডেস্ক:
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকায় ১২টি দেশের মিশন এবং ইউরোপীয় ইউনিয়ন। এক যৌথ বিবৃতিতে তারা হিরো আলমের ওপর হামলার পূর্ণ তদন্ত ও জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে।
আজ বুধবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস এ তথ্য জানায়। জোট ও দেশগুলোর পক্ষে দূতাবাস ও হাইকমিশন সমূহ বিবৃতিতে স্বাক্ষর করে।
বিবৃতিদাতা জোট ও দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড ও ঢাকায় ইউরোপিয়ান ইউনিয়ন।
বিবৃতিতে বলা হয়, ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল আলমের (যিনি হিরো আলম নামে পরিচিত) ওপর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার দাবি জানাই।
এছাড়া বিবৃতিতে আসন্ন নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সোমবার ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে দিন বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রের সামনে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বনানী থানায় হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভর করা মামলায় অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। হিরো আলমের ওপর হামলার ঘটনায় সাতজনকে গ্রেফতার হয়েছেন। তাদের মধ্যে দুজনকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।