সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর গ্রেফতার কর্মচারী হত্যায় হাজী সেলিমসহ ৩ জনকে গ্রেফতার দেখানো হলো ১৫ বছরে টাকায় ধস ৬৭ টাকার ডলার ছাড়ায় ১২০ টাকা প্রধান উপদেষ্টা নিয়ে বিতর্কিত পোস্ট, ওএসডি নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিক নির্যাতন বন্ধ হয় না, হবেও না… নওগাঁয় পৈত্রিক সম্পত্তি হাতিয়ে নিতে স্বাক্ষর জাল, দুদকে অভিযোগ সারিয়াকান্দিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত  সিরাজগঞ্জের কাজিপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুরু   কাজিপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  কাজিপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গুণী শিক্ষকদের সন্মাননা প্রদান

সিরাজগঞ্জে মাইগ্রেশন ও রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার

রিপোর্টারের নাম / ১৬২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের অধীনে সিরাজগঞ্জ সদর উপজেলায় উপজেলা পরিষদ হলরুমে ক্লাইমেট ব্রীজ ফান্ড (CBF) এবং কেএফডব্লিউ ( KFW) এর আর্থিক সহায়তায় ” অভিবাসনে সুশাসন নিশ্চিতকরন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরন” বিষয়ক উপজেলা অ্যাডভোকেসি কর্মশালা” অনুষ্ঠিত হয়।

কর্মশালাটি সভাপতিত্ব করেন মো: মনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, সিরাজগঞ্জ সদর , সিরাজগঞ্জ। উক্ত কর্মশালা সঞ্চালনা ও স্বাগত বক্তব্য প্রদান করেন হামিদা আহসান ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর, ব্র‍্যাক মাইগ্রেশান প্রোগ্রাম, এম আর এস সি সিরাজগঞ্জ এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন, জনাব মোহাম্মদ হোসেন খান,ম্যানেজার, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম (প্রধান কার্যালয়)।
তিনি ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সকল কার্যক্রম, অর্জনসমূহ, সেবা প্রদান, বিদেশ ফেরত ও গমনেচ্ছুদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং সেই সাথে ব্র‍্যাকের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রিয়াজউদ্দিন, উপজেলা চেয়ারম্যান, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ বলেন, বিদেশ গমনেচ্ছু সকলকে বৈধ পথে বিদেশ যেতে হবে এতে প্রবাসী, তার পরিবার এবং একই সাথে দেশের উপকার হবে। সেই সাথে তিনি তার কর্ম এলাকায় ব্র‍্যাকের এই কর্মশালার মূল তথ্য বিভিন্ন পর্যায়ে পৌছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। একইসাথে বিদেশে যাওয়ার আগে সবাইকে প্রশিক্ষণ নিয়ে বিদেশে যাওয়া এবং প্রতারিত বিদেশ ফেরতদেরকে সরকারি ও বেসরকারিভাবে সহায়তা নিশ্চিত করার প্রতি জোর দেন।

মো: মনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ তার বক্তব্যে বলেন, বিদেশ ফেরতদের নিয়ে কাজ করা যতটা জরুরী, তেমনি যারা বিদেশ যেতে চায় তারা যাতে নিরাপদে বিদেশে যেতে পারেন তা নিশ্চিত করাটাও জরুরি । তিনি আরোও বলেন, বিদেশ ফেরত অভিবাসীদের সহযোগিতা করতে হবে, কারণ তারা বিদেশ গিয়ে রেমিট্যান্স পাঠিয়ে আমাদের দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছেন। তিনি উপস্থিত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রত্যেকের অবস্থান থেকে বিদেশ ফেরত অভিবাসীদের সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন এস এম নাছিম রেজা নূর- উপজেলা ভাইস চেয়ারম্যান, সিরাজগঞ্জ সদর, অধ্যাপিকা হাসনাহেনা- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, সিরাজগঞ্জ সদর এবং এস এম রকিবুল হাসান- সহকারী কমিশনার, ভূমি, সিরাজগঞ্জ সদর। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, সম্ভাব্য অভিবাসী, বিদেশ ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদ্যসগণ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir