
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জন গ্রেফতার।
এদের মধ্যে দ্রুত বিচার আইনে ৩ জন, দূস্যতা মামলায় ৩ জন, মাদক মামলায় ৮ জন,অন্যান্য মামলায় ১ জন,পর্নোগ্রাফি মামলায় ১ জন, ধর্ষণ মামলায় ১ জন, পরোয়ানা ২ জন( পরোয়ানা তামিল ৯ টি), ডিএমপি ভুক্ত ১৫ জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো, রায়হান (২২), জাকির (৩৫), শাহাদত (২২), সাব্বির (২২), জাবেদ (৪৮), সৈয়দ মেহেদী (২৫), আরাফাত হোসেন সাগর (২০), ইমন (২৩), নাইমুল ইসলাম (২৪), শাকিব (২১), আলামিন (২২), মামুন (৩৫), শাকিল (২০), ফরহাদ (২৬),
সাত্তার (৩২), ম্যান ক্রোম (১৮), জালাল (২০), ইয়াসির সামি (১৯), সোহাগ (২০), সেন্টু মন্ডল (২২), আদর (১৯), শরিফ (২৩), শফিকুল ইসলাম (২২), মাহমুদ হাসান নকীব (২৬), রাকিবুল ইসলাম (২০), শাহ আলম সেলিম (৪৫), ইব্রাহিম (৪৮), নুরুস সাঈদ সিয়াম (২৫),
বিজয় রেজা (২২), সেলিম (২৯), শিহাব মোল্লা (২৪),টিপু আহমেদ (৫২), জসীমউদ্দীন দুলাল (৪৮) ও আফসার উল্লাহ (৩৪) এসময় তাদের কাছ থেকে ছুরি ২০ টি, চাপাতি-৮ টি, চাইনিজ কুড়াল -৪ টি, জ্যাকেট -৩ টি, জুতা তিন জোড়া, ৭২ টি কেওড়া বোতল, ১ টি টেস্ট মেশিন, ৭০০ গ্রাম গাঁজা,সহ ৩১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিসি মো.ইবনে মিজান বলেন,বুধবার (০৩ ডিসেম্বর ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে -- জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)