সলঙ্গা ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকার হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত নোয়া মাইক্রোবাস জব্দ করা হয়।
শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ সিপিএসসি সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন মো. আবুল হাসেম সবুজ
আটকরা হলেন, ঢাকার কেরানীগঞ্জ থানার আগানগর ইমাম বাড়ী রোড এলাকার মো. হারুন ফকিরের ছেলে মো. হেলাল উদ্দিন (২৩) ও কিশোরগঞ্জ জেলার নান্দাইল থানার তাড়াইল গ্রামের বাবুল হোসেনের ছেলে মো. অলি উল্লাহ (২৫)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব কমান্ডার বলেন, বৃহস্পতিবার ( ২০ জুলাই) ঢাকা-রাজশাহী মহাসড়কের সলঙ্গা থানার রামারচর এলাকায় পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে নোয়া মাইক্রোবাসটি জব্দ করা হয়। এ সময় ৪৭৩ গ্রাম হেরোইনসহ ওই দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।