শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

‘চার কোটি দক্ষ লোকের প্রয়োজন, বাংলাদেশের জন্য বড় সুযোগ’

রিপোর্টারের নাম / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে

ইউরোপসহ উন্নত দেশগুলোতে জনশক্তি রফতানিকারকদের সমন্বয়ে গঠিত হচ্ছে রিক্রুটিং এজেন্সি এসোসিয়েশন অব বাংলাদেশ ফর ইউরোপ অ্যান্ড ডেভেলপড কান্ট্রিজ (আরএএবিইডি)। আগামী (২৩ জুলাই) রবিবার রাজধানীর বেসরকারি একটি ক্লাবে সংগঠনটির লোগো উন্মোচন ও কমিটি ঘোষণা করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংগঠনটির আহ্বায়কও মানাহিল ওভারসিজ লিমিটেডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাবিবুল করিম বাংলা ট্রিবিউনকে বলেছেন, উন্নত দেশগুলো আমাদের দিকে তাকিয়ে থাকে দক্ষ লোকের আশায়। ২০৩০ সালের মধ্যে জাপান, মধ্যপ্রাচ্য এবং ইউরোপে প্রয়োজন হবে প্রায় চার কোটি দক্ষ লোকের। যা বাংলাদেশের জন্য বিরাট সুযোগ। সে লক্ষ্যকে সামনে রেখে আমাদের প্রস্তুতি গ্রহণের সময় এখনই।

তিনি আরও বলেন, দক্ষ জনশক্তি রফতানির মানদণ্ডে আমরা এশিয়ার অন্যান্য দেশ থেকে অনেক পিছিয়ে। সরকার বিভিন্ন সময়ে উদ্যোগ গ্রহণ করছে। কিন্তু আশানুরূপ অর্জন হয়নি। সেজন্য নির্দিষ্ট বয়স ও গ্রুপের জনশক্তিকে প্রেষণা বা মোটিভেশন প্রদানের মাধ্যমে দক্ষতা অর্জনে উদ্বুদ্ধ করতে হবে। এজন্য সরকারি, বেসরকারি সংগঠন এবং জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠানগুলো সে লক্ষ্যকে সামনে রেখে এগোচ্ছে।

সাবেক এই সেনা কর্মকর্তা হাবিবুল করিম বলেন, সংগঠনটির উদ্দেশ্য হবে ইউরোপ ও উন্নত দেশে শ্রমবাজার তৈরি করা। ইউরোপ তথা উন্নত বিশ্বে শ্রমবাজারে কেমন প্রতিবন্ধকতা– তা শনাক্ত করে সম্মিলিতভাবে প্রতিকার করা। প্রশিক্ষণ, ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে ইউরোপ বা উন্নত দেশের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলা। দারিদ্র্য জনগোষ্ঠীকে কম খরচে উন্নত দেশে কাজের ব্যবস্থা করে বাংলাদেশ থেকে বেকারত্বের হার কমিয়ে দেশের তথা নিজেদের সুনাম বাড়ানো। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রবাসী কর্মী ও তাদের পরিবারকে দেওয়া সেবাসমূহ সঠিক সময়ে বাস্তবায়নে সহায়তা করবে তাদের সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir