নীলফামারীর ডিমলায় নুর ইসলাম ওরফে কাইয়া(৫০)নামের এক ব্যক্তির গলায় রশি ও মাপলার পেঁচানো মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার(৪ ডিসেম্বর) সকালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের চাকদাবাশ গ্রামের বাঁশঝাড়ের পাশে একটি ভুট্টা ক্ষেত থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামের মৃত আফছার আলী ওরফে চাটির ছেলে। এলাকাবাসী সুত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দুরে চাকদাবাশ গ্রামের বাঁশঝাড়ের পাশে ভুট্টা ক্ষেতে গলায় রশি ও মাপলার পেচানো অবস্থায় নুর ইসলামের মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে সহকারি পুলিশ সুপার (ডোমার-ডিমলা সার্কেল) নিয়াজ মেহেদী ও ডিমলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করে থানা নেন। তাদের ধারনা, কেউ নুর ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করে সেখানে ফেলে রেখে যেতে পারেন। তবে নিহত নুর ইসলাম পরিবারের সাথে মনোমালিন্যর কারনে গত কয়েকদিন ধরে নিজ বাড়িতে ছিলেননা।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)