শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজিপুরে দি ফ্রেন্ডস এসোসিয়েশনের চারা বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি

রিপোর্টারের নাম / ১৩৮ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে



মোঃশফিকুল ইসলাম, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের কাজিপুরে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে ও বজ্রপাত রোধে ফলজ বৃক্ষ রোপণ ও গ্রামীণ জন মানুষের মাঝে বারমাসি কাটিমন আমের চারা বিতরণ কার্যক্রম কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২১ জুলাই) বিকেলে উপজেলার চালিতাডাংগা ইউনিয়নে চালিতাডাঙ্গা গ্রামের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ ও ১২০ জন গ্রামীণ জন মানুষের মাঝে বারমাসি কাটিমন আমের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়। দি ফ্রেন্ডস এসোসিয়েশন অফ চালিতাডাঙ্গা কাজিপুর এ কর্মসূচির আয়োজন করে।

জানা গেছে, বজ্রপাতে প্রাণহানি ঠেকাতে ও ভূমি ক্ষয়-ধস, মাটির উর্বরতা রক্ষায় ও পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে উপজেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজাতির গাছ রোপণের প্রকল্প হাতে নিয়েছে। এর পাশাপাশি বিভিন্ন ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ করছে প্রতিষ্ঠানটি। কাজিপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনগুরুত্বপূর্ণ সড়কের ধারে এ বৃক্ষগুলো রোপণ করা হচ্ছে। এরমধ্যে চালিতাডাঙ্গা গ্রামে ১২০ টি বারমাসি কাটিমন আমের চারা বিতরণ করা হয়েছে।

বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন কালে বক্তব্য রাখেন প্রধান অতিথি উল্লাপাড়া সিরাজগঞ্জের অক্সিজেনের ফেরিওয়ালা, বৃক্ষ প্রেমী মোঃ আবুল হোসেন গ্রীন।

এতে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোঃ হামিদুর রহমান সবুজ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রচার সম্পাদক ব্যাংকার মোঃ সেলিম রেজা। বক্তব্য রাখেন সহ- সভাপতি ও সহকারি শিক্ষক মোঃ কামাল পাশা পাভেল,সাধারন সম্পাদক ও প্রভাষক মোঃ শরীফুল ইসলাম।আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মোঃ শামীম রেজা,সাংগঠনিক সম্পাদক ও প্রভাষক মোঃ আব্দুল মোতালেব,উপদেষ্টা সদস্য আব্দুর রাজ্জাক মুন্সিসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir