শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আ হ মুহাম্মদ খোকনের জন্মদিন পালন ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, চিন্তায় জেলেরা ‘আমাকে এখন পর্যন্ত কেউ দেখতে আসেনি, কারণ পরিবারে কেউ নেই’ শেষ মুহূর্তে ইলিশ কিনতে ক্রেতাদের লাইন, কেজি ২৭০০ টাকা বিয়ে করেছেন সমন্বয়ক হাসনাত, ফেসবুকে জানালেন সারজিস পূজা পরিদর্শনে বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন ড. ইউনূস বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে যা জানালেন জ্বালানি উপদেষ্টা দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ! রোপা আমনের পাতায় উঁকি দিচ্ছে স্বপ্ন; খানসামায় পরিচর্যায় ব্যস্ত কৃষক-কৃষাণী সারিয়াকান্দিতে পূজা মন্ডপে শাহাজাদী আলম লিপির আর্থিক সহায়তা প্রদান

নাটোরে যুবলীগ নেতার হাতের কব্জি কর্তন

রিপোর্টারের নাম / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ৫:১৭ অপরাহ্ন


নাটোর প্রতিনিধি
নাটোরে মিঠুন আলী (৩৩) নামের এক যুবলীগ নেতার হাতের কব্জি কেটে নিয়েছে দুর্বৃত্তরা। এর আগে চোখে মরিচের গুড়া ছিটিয়ে ধারালো অস্ত্র নিয়ে ওই যুবলীগ নেতাসহ তাঁর সহযোগীদের ওপর হামলা চালানো হয়। রোববার রাত সাড়ে নয়টার দিকে শহরের বলারিপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে।


মিঠুন আলী নাটোর পৌরসভার ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং বলারিপাড়া মহল্লার সাহাব উদ্দিনের ছেলে। কব্জি বিচ্ছিন্ন হওয়া মিঠুনকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত জাহিদুল ইসলাম (৩৫) ,আব্দুল্লাহ আল রাব্বি (২৬),স্বপ্ন (২৫), ও বাবলু মিয়াকে (৩৩) নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, গত ১৬ মে নাটোর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক স¤পাদক নান্নু শেখকে কুপিয়ে জখম করে মিঠুনের সমর্থকরা। এর জের ধরে রোববার (২৩ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে শহরের বলারীপাড়া এলাকায় নান্নুর সমর্থকরা হামলা চালিয়ে মিঠুনসহ ৫ জনকে কুপিয়ে জখম করে। এসময় মিঠুনের কবজি থেকে ডান হাত বিচ্ছিন্ন করে দেয়হামলাকারীরা।
নাটোর থানা সূত্রে জানা যায়,যুবলীগ নেতা মিঠুন আলী রাত সাড়ে নয়টার দিকে তাঁর সহযোগী ১০ থেকে ১২ জনকে নিয়ে ভবানিগঞ্জ মোড়ের আওয়ামী লীগের কার্যালয় থেকে বলারিপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় রাস্তার গলিতে ওঁত পেতে থাকা ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত তাঁদেরকে উদ্দেশ্য করে মরিচের গুড়া ছিটিয়ে দেন। মরিচের গুড়া চোখে পড়লে তারা যখন ছটফট করছিলেন তখন দুর্বৃত্তরা হাঁসুয়া দিয়ে তাদেরকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এতে মিঠুনের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁর মাথা,দুই হাত ও দুই পা ও পিঠের নিচে গুরুতর কাটা জখম হয়। অন্যান্যদেরও কাটা জখম হয়। আহতরা সড়কে পড়ে চিৎকার করতে থাকলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে মিঠুন আলীকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্যান্যদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো.শাহরিয়ার জানান,আহত মিঠুনের অবস্থা আশ জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়া দাবী করেন, নিজ দলের নেতাকর্মীদের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে একের পর এক নিজ দলীয় নেতাকর্মীদের ওপর হামলা চলছে বলে দাবি।
নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক শরিফুল ইসলাম রমজান সাবেক কাউন্সিলর নান্নু শেখ ও মিঠুন আলীর দ্বন্দ্বের জেরে এসব ঘটনা ঘটছে বলে দাবি করেছেন । তিনি এসব ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।সন্ত্রাসীদের কোনো দল নেই। ঘটনার সঙ্গে জড়িত কেউ দলীয় পদে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এব্যাপারে নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, হামলার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান চলছে। তবে এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি এখনও আশঙ্কাজনক। তাঁর ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়েছে।

নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন আহতদের দেখতে রাত সাড়ে ১০টায় সদর হাসপাতালে যান। এ সময় তিনি সাংবাদিকদের জানান,রাতের ঘটনা। কে কাকে কেন মেরেছে তা তাৎক্ষণিক বলা মুশকিল। ঘটনা সম্পর্কে আহতদের মুখে তিনি শুনেছেন। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir