কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই শ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৩ (২৪-৩০ জুলাই)উদযাপন উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জন মৎস্য অধিদপ্তর কর্তৃকগৃহীত কার্যক্রম বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস। এতে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার।
মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে অধিদপ্তরের গৃহিত কার্যক্রম নিয়ে আলোচনা করেন কাজিপুর উপজেলার মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) হাসান মাহমুদুল হক। সভায় তিনি জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কর্মপরিকল্পনা ও জেলা মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন।
মতবিনিময়ে সপ্তাহব্যাপি মৎস্য সপ্তাহের কর্মসুচি তুলে ধরেন তিনি। তিনি বলেন, ২৪-৩০জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মাছের পোনা অবমুক্তকরণ, বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ,প্রামাণ্য চিত্র প্রদর্শন, পুরস্কার বিতরণ এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়।২৪ থেকে ৩০জুলাই জাতীয় মৎস্য সপ্তাহে ছোট মাছ, রেনু-পোনা ধরা বা মারা সম্পূর্ন নিষিদ্ধকরণ।
এছাড়া সারা বছরই মৎস্য আইনে রেনু-পোনা নিধন ও অবৈধ চায়না দোয়ারী, মশাড়ি জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ ও অভিযান পরিচালনা । উপজেলা মৎস্য কর্মকর্তা সাংবাদিকদের কাছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩উপলক্ষে আগামী ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সম্পর্কে উন্মুক্ত আলোচনা করেন।এবং দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে সবাইকে দৃষ্টি রাখার জন্য অনুরোধ এবং দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে সবাইকে সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করেন।
এ মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা বিগত অর্থ বছরের বার্ষিক চাহিদা ও উৎপাদনের চিত্র সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন ।
তিনি বলেন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে ৩০ জন জেলেকে ৪ টি করে পূর্ণ বয়স্ক ছাগল ও ৩০ জন দরিদ্র জেলেকে ১টি করে গরু প্রদান, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ২৮টি প্রদর্শণী খামার স্থাপন, ২০২ জন চাষীকে প্রশিক্ষণ প্রদান, দুটি জলাশয়ে বিল নার্সারি স্থাপন, ৩টি মৎস্য অভয়াশ্রম স্থাপন, যমুনা নদী ও হাটবাজারে ৪৫ টি মোবাইল কোর্ট, পোনা অবমুক্তকরণ সহ চাষীদের পুকুর পরিদর্শন ও পরামর্শ দেয়া হয়েছে।
নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধিতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এবারের মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা সাংবাদিকদের সামনে বর্তমান সময়ে মৎস্য খাতে অগ্রগতি, সাফল্য, মৎস্য সংরক্ষণ সহ উপজেলাব্যাপি মাছের উৎপাদন, প্রজনন ও বিভিন্ন সুফলের দিক তুলে ধরেন। এসময় সাংবাদিকদরাও উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে মৎস্য বিষয়ের ওপর প্রশ্ন তুলে ধরে বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।
মতবিনিময় সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার বলেন, ‘প্রজননের সময় মা মাছ ধরলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনের আওতায় আনা হবে ওই জেলেকে। পোনামাছ ধরলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সচেতনতা বৃদ্ধির জন্য সংবাদকর্মী ও সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।’
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা মৎস্য সম্পদ ও বিভিন্ন জলজ জীবচিত্র্য রক্ষায় নানা পরামর্শ দেন। সভায় উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত এ মৎস্য সপ্তাহ চলবে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ ও উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।