রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) খিদিরপুর বিওপির একটি দল অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।
বুধবার (৩ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় কাটাখালী থানার পশ্চিম বাতান এলাকার একটি মাঠের মধ্যের সরিষা ক্ষেত থেকে এই মদ জব্দ করা হয়।
বিজিবি জানায়, মাদক ব্যবসায়ীরা ওই এলাকা দিয়ে মদ পাচার করবেÑএমন তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি এলাকায় অবস্থান নেয়। পরে সরিষা ক্ষেতে পরিত্যক্ত অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। তবে রাতে কিংবা ভোরে কেউ বস্তার কাছে না আসায় মাদকদ্রব্য উদ্ধার করেই তারা ক্যাম্পে ফিরে আসেন।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে কঠোর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। জব্দকৃত মদ কাটাখালী থানায় জমা দেওয়া হয়েছে। #
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)