শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আ হ মুহাম্মদ খোকনের জন্মদিন পালন ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, চিন্তায় জেলেরা ‘আমাকে এখন পর্যন্ত কেউ দেখতে আসেনি, কারণ পরিবারে কেউ নেই’ শেষ মুহূর্তে ইলিশ কিনতে ক্রেতাদের লাইন, কেজি ২৭০০ টাকা বিয়ে করেছেন সমন্বয়ক হাসনাত, ফেসবুকে জানালেন সারজিস পূজা পরিদর্শনে বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন ড. ইউনূস বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে যা জানালেন জ্বালানি উপদেষ্টা দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ! রোপা আমনের পাতায় উঁকি দিচ্ছে স্বপ্ন; খানসামায় পরিচর্যায় ব্যস্ত কৃষক-কৃষাণী সারিয়াকান্দিতে পূজা মন্ডপে শাহাজাদী আলম লিপির আর্থিক সহায়তা প্রদান

অর্থনৈতিক বিপ্লবে বড় ভূমিকা রাখছেন ব্যবসায়ীরা : স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম / ৬৩ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ২:১৩ অপরাহ্ন

দেশের অর্থনৈতিক বিপ্লবে ব্যবসায়ীরা ব্যাপক কাজ করেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, ব্যবসায়ীদের সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ সুবিধা দিয়েছেন। মঙ্গলবার (২৫ জুলাই) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত ‘স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

আসাদুজ্জামান খান বলেন, বিএসইসি ব্যবসা ও শিল্প জগত নিয়ে কাজ করে যাচ্ছে। কমিশনের এই কাজের তুলনা কোনো তুলনা হয় না। কমিশনের দক্ষতার কারণে ব্যবসায়ীরা উপকৃত হচ্ছেন।

গত ২০ বছর আগে আমাদের অর্থনৈতিক অবস্থা যে অবস্থায় ছিল, তার চেয়ে এখন অনেক ভালো অবস্থানে রয়েছে। তিনি আরো বলেন, এই সরকার দারিদ্র্য কমিয়েছে। পাশাপাশি মাথা পিছু আয় বাড়িয়েছে।

বাংলাদেশ কখনো মিশন-ভিশন অর্জনে ব্যর্থ হয়নি : বিএসইসি চেয়ারম্যান
অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, বাংলাদেশ কখনো কোনো মিশন-ভিশন অর্জনে ব্যর্থ হয়নি।

দেশ-বিদেশে রোড শো করে দেশকে এগিয়ে নিতে কাজ করছি।

বিএসইসি চেয়ারম্যান বলেন, আজকে যারা পুরস্কার গ্রহণ করবেন তারা গর্বিত হবেন। তারা গত অর্থবছরের জন্য এই পুরস্কার পাবেন। সুদ্ধাচার পুরস্কার দেওয়ার ফলে অফিসের কর্মীদের মধ্যে উৎসাহ কাজ করবে। এই পুরস্কারের ফলে সরকারি অফিসে সেবার মান বাড়বে।

এসব উদ্যোগ চালু রাখবে বিএসইসি। সামনের বছরগুলোতেও দেওয়া হবে বলেও জানান বিএসইসি চেয়ারম্যান।

যারা পুরস্কার পেলেন
দেশের পুঁজিবাজারে ব্যবসারত ৯টি বাজারমধ্যস্থতাকারী প্রতিষ্ঠান স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার ২০২২ পেয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত বছরের পারফরম্যান্স বিচার করে ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট কম্পানির মধ্য থেকে ৯টি প্রতিষ্ঠানকে এই পুরস্কার দিয়েছে। প্রতি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচন করে এই পুরস্কার দেওয়া হয়।

ব্রোকারহাউজ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে ইবিএল সিকিউরিটিজ লিমিটেড। এই ক্যাটাগরিতে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ ও ইসলামী ব্যাংক সিকিউরিটিজ। তৃতীয় স্থানও পেয়েছে যুগ্মভাবে দুটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটি হচ্ছে- শেলটেক ব্রোকারেজ ও এমিনেন্ট সিকিউরিটিজ।

মার্চেন্ট ব্যাংক ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় হয়েছে যথাক্রমে গ্রীন ডেল্টা ক্যাপিটাল ও এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।

অ্যাসেট ম্যানেজার ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। এই ক্যাটাগরিতে দ্বিতীয় হয়েছে লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কম্পানিগুলোর প্রতিনিধিদের হাতে এই পুরস্কার তুলে দেন।
বিএসইসি গতবছর থেকে ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট কম্পানিগুলোকে ‘স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার’ পুরস্কার দিয়ে আসছে।

বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শুদ্ধাচার ২০২২-২৩ বিজয়ীরা হলেন: বিএসইসির নির্বাহী পরিচালক এটিএম তারিকুজ্জামান, ব্যক্তিগত কর্মকর্তা বিপ্লব কুমার, অফিস সহায়ক সবুজ মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir