শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ

কারো সাথে বিরোধ না করে সবাই ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করুন.. সাবেক এমপি আউয়াল

রিপোর্টারের নাম / ২০৭ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:
শেখ হাসিনা ভাল থাকলে বাংলাদেশ ভাল থাকবে। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারো সাথে বিরোধ না করে সবাই ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করতে হবে। শেখ হাসিনা কস্ট পান এবং দলের সুনাম নস্ট হয় এমন সব বিতর্কিত কর্মকান্ড থেকে দলের নেতাকর্মিদের সবসময় বিরত থাকতে হবে। আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন তিনি যাতে সুস্থ্য থেকে দেশটাকে সুন্দর ভাবে পরিচালনা করতে পারেন। পিরোজপুরের ইন্দুরকানীতে মঙ্গলবার (২৫ জুলাই) বিকাল ৫টা থেকে রাত সাড়ে নয়টা অব্দি উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত উপজেলা আ.লীগের এক বিশেষ বর্ধিত সভায় জেলা আ.লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএমএ আউয়াল তার প্রধান অতিথির বক্তেব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার মনোনয়নে আমি এই আসন থেকে দুই দুই বার এমপি নির্বাচিত হয়েছি। নেত্রী আমাকে পছন্দ করেন। আমি তার নির্দেশে সারাজীবন আ.লীগের জন্য কাজ করে যেতে চাই।
দলের নেতাকর্মিদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল ইন্দুরকানী উপজেলা পুনরায় পিরোজপুর-১ আসনের সাথে সংযুক্ত হোক। সেটা হয়েছে। একটা কথা মনে রাখবেন দল একটি শক্তি, দল একটি বল। তাই দলের প্রতি সবাইকে আন্তরিক থাকতে হবে। বিপদে আপদে সবাই সবার পাশে থাকতে হবে। সামনে নির্বাচন। যেসব ওয়ার্ড ও ইউনিয়ন গুলোতে আ.লীগ ও সহযোগী সংগঠনের কমিটি নেই। সেসব কমিটি গুলো দ্রুত গঠন করতে হবে। তাহলেই দল সাংগঠনিক ভাবে শক্তিশালী হবে।

উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড. এম মতিউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান সেলিম হাওলাদারের সঞ্চালনায় উক্ত বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে জেলা আ.লীগের সাধারন সম্পাদক এ্যাড.কানাইলাল বিশ্বাস বলেন, এ দেশে সংবিধান অনুয়ায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন ষড়যন্ত্রই এ নির্বাচনকে বানচাল করতে পারবেনা। এ আসনটি শেখ হাসিনাকে উপহার দিতে হলে আমাদের সাংগঠনিক ভিত মজবুত করতে হবে। আগামী ৫ মাসের মধ্যে দল চাঙ্গা করতে হবে। শুধূ মুখে বক্তৃতার মধ্যে বললে হবেনা মাঠে জোরালো ভাবে কাজ করতে হবে। সংগঠনের নেতাদের প্রতি অনেক কর্মির ক্ষোভ আছে। তাই কর্মিদের ভাল মন্দ খোঁজ খবর নিতে হবে। তাদের সুযোগ সুবিধা ও বিপদ আপদে পাশে দাঁড়াতে হবে।

তিনি আরো বলেন, ইন্দুরকানী উপজেলা পিরোজপুর-২ আসনের সাথে সংযুক্ত থাকায় এখানে জেপির প্রার্থী মহাজোট থেকে এমপি হয়েছিলেন। যার কারনে এ উপজেলায় আ.লীগ সাংগঠনিক ভাবে অনেক ক্ষতিগ্রস্থ হয়। সংসদীয় আসন পুন:বিন্যাসে ইন্দুরকানী আবার পিরোজপুর-১ আসনের সাথে সংযুক্ত হওয়ায় প্রাণ ফিরে পেয়েছে এখানকার আ.লীগের নেতাকর্মিরা। ইন্দুরকানীর মাটি আউয়াল মিয়ার ঘাটি। তাই পিরোজপুর-১ আসনের মানুষের প্রানের দাবি এ আসনটিতে আলহাজ্ব একেএমএ আউয়ালকে নৌকার মনোনয়ন দেবার।

বিশেষ অতিথি জেলা আ.লীগের সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচনের সময় কিন্তু খুবই অল্প। হাত গুটিয়ে বসে না থেকে আপনারা ওয়ার্ড পর্যায় থেকে দলকে সুসংগঠিত করেন। বিভিন্ন ইউনিয়ন ও হাট বাজারে দলীয় অফিস নিয়ে দলের নেতাকর্মিরা নিয়মিত বসেন। বিভিন্ন এলাকায় সভা সমাবেশের মাধ্যমে জনগণের সামনে আ.লীগ সরকারের উন্নয়নের চিত্র গুলো তুলে ধরেন। জনসাধারনকে বোঝান শেখ হাসিনা ভাল থাকলে দেশটা নিরাপদে থাকবে, দেশের অর্থনৈতিক সম্মৃদ্ধি ও শহর থেকে গ্রাম পর্যন্ত উন্নয়ন তরান্বিত হবে।
জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী তার বিশেষ অতিথির বক্তেব্যে বলেন, মাঠ পর্যায়ের কর্মিরা ভাল থাকলে সংগঠন গতিশীল হয়। এজন্য উপজেলা পর্যায়ে যারা দায়িত্বশীল জায়গায় আছেন তাদেরকে দলের তৃণমূল নেতাকর্মিদের দিকে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে দলের নির্ভরযোগ্য লোক দিয়ে কমিটি গঠন করতে হবে। ওয়ার্ড পর্যায়ে থেকে সংগঠন গতিশীল হলে আপনা আপনি দল চাঙ্গা হয়ে উঠবে। সবসময় একটা কথা মনে রাখবেন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তিই কিন্তু মাথাচারা দিয়ে উঠতে পারবেনা। আপনারা ভয় পাবেন না। মনে শক্তি ও সাহস নিয়ে মাঠে কাজ করবেন। যে কোন প্রয়োজনে আমরা সবসময় আপনাদের পাশে থাকব।
সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, কৃষি বিষায়ক সম্পাদক এ্যাড, দেলোয়ার হোসেন, ইন্দুরকানী উপজেলা আ.লীগের সহ-সভাপতি মাহামুদুল হক দুলাল, উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোবারক আলী হাওলাদার, উপজেলা আ.লীগের যুগ্ন-সাধারন সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, উপজেলা মহিলা আ.লীগের সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, বালিপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতি,পাড়েরহাট ইউনিয়ন আ.লীগের সভাপতি বাবু গৌতম হালদার,পত্তাশী ইউনিয়ন আ.লীগের সভাপতি আলী আজগর, চন্ডিপুর ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান স্বপন মাঝী, ইন্দুরকানী সদর ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক আব্দুল আজিজ হাওলাদার সহ বিভিন্ন ওয়ার্ড আ.লীগের নেতৃবৃন্দ।

বর্ধিত সভায় বিভিন্ন ওয়ার্ড থেকে আসা আওয়ামী লীগের সভাপতি- সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir