শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন

সলঙ্গায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হাতুড়িপেটা!

রিপোর্টারের নাম / ২৩৬ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে


সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় দাবীকৃত চাঁদা না পেয়ে সেলিম রেজা (২৮) নামে এক ব্যবসায়ীর দোকানে গিয়ে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। গত বুধবার বিকেলে সলঙ্গা বাজারের মাছহাটা এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত সেলিমকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করে।

আহত সেলিমের পরিবারের লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সলঙ্গা থানা এলাকার গোলাম মোস্তফা,আঃ লতিফ ,মিলনসহ ছয়-সাতজন সন্ত্রাসী দীর্ঘদিন ধরে একই এলাকার ব্যবসায়ী সেলিম রেজার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।

বুধবার বিকেলে সলঙ্গা বাজার সেলিমের মেসার্স একতা সাইকেল এন্ড অটো বাইক শো রুমে গিয়ে ফের ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই ব্যবসায়ী দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাঁকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে ও অপহরেন চেষ্টা করে। এ সময় ওই ব্যবসায়ীর চিৎকারে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করার জন্য পাঠিয়ে দেয়।

আহত সেলিম রেজা বলেন,আমি আমার নিজ দোকানে ব্যবসার কাজে ব্যস্ত ছিলাম। গোলাম মোস্তফা নামে এক ব্যক্তি আমার মুঠোফোনে কল করে। বাজারের পাশেই একটা স্থানে ডাকে আমি ব্যস্ত আছি বলে ফোন কেটে দেই। তার একটু পরেই গোলাম মোস্তফা,আঃ লতিফ ,মিলন নামে ৫/৬ জন আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে আমার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। আমি টাকা দেওয়ার কথা অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে ও অপহরনের চেষ্টা করে। মোস্তফা বলে এখানে ব্যবসা করতে চাইলে আমাদের চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

ঐ দোকানে আশা এক ক্রেতা রাশিদা খাতুন বলেন, আমি দোকানে কেনাকাটার জন্য ভিতরে অবস্থান করছিলাম। হঠাৎ ৫/৬ জন ব্যক্তি এসে দোকানদারের কাছে ৫ লক্ষ টাকা দাবী করে। দোকানদার টাকা দিবেনা বলে অস্বীকার করলে পাশে থাকা হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বলেন,ঘটনার পর পুলিশ পাঠানো হয়েছিলো, এখন পর্যন্ত কোনও অভিযোগ পাইনি, অভিযোগ পাইলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir