বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শহীদ এম মনসুর আলীর দৌহিত্র ও প্রয়াত এমপি ড, মোহাম্মদ সেলিমের ছেলে ও মনসুর আলী ফাউন্ডশনের চেয়ারম্যান শেহেরিন সেলিম রিপন নৌকার পক্ষে গনসংযোগ করেছেন। শুক্রবার জুম্মার নামাজ পর সদর উপজেলার শিয়াকোল ইউনিয়নের শিয়ালকোল বাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি গনসংযোগ করেন।
এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন। দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামিতে নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনে জনগনের প্রতি আহবান জানান। গনসংযোগকালে আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আবু তাহের, যুবলীগ নেতা মিলন সেখসহ মনসুর আলী ফাউন্ডেশনের কর্মীরা উপস্থিত ছিলেন।