শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০১:২০ অপরাহ্ন

সুপ্রিম কোর্টে বঙ্গবন্ধুর ভাষণের স্মৃতিস্মারক সৌধ উদ্বোধন আজ

রিপোর্টারের নাম / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে

স্বাধীনতার পর সুপ্রিম কোর্ট উদ্বোধনের দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্থানে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন, সেই স্থানকে স্মরণীয় করে রাখতে নির্মাণ করা ‘স্মৃতি চিরঞ্জীব’ স্মারকসৌধ শুক্রবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মারকসৌধে ১৯৭২ সালের ১৪ ডিসেম্বর সংবিধানে স্বাক্ষররত জাতির পিতার ছবি এবং ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দাঁড়িয়ে বক্তৃতার ছবি ম্যুর‍াল হিসেবে উপস্থাপন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে শহীদ ৬৯ জন আইনজীবীর নামের তালিকাও এতে রয়েছে। এ ছাড়া সংবিধানের প্রস্তাবনা এবং সংবিধানের ৯৪ এবং ৯৫ অনুচ্ছেদ উদ্ধৃত করা হয়েছে।

গত বছরের ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট ইনার গার্ডেনে স্মারকস্তম্ভ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ তিনি উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। স্বাগত বক্তব্য দেবেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। বিশেষ অতিথি থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ছাড়া বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির। সিনিয়র আইনজীবীদের এতে আমন্ত্রণ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir